DA Hike : চাকরিজীবীদের জন্য সুখবর! কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য জুলাই মাসে মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) ফের বাড়তে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। অর্থমন্ত্রকের ঘনিষ্ঠ সূত্রের খবর, চলতি বছরের মধ্যেই ৭ম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই এই ডিএ বৃদ্ধি হতে চলেছে কমিশনের আওতায় শেষ সংশোধন।
৫৫% থেকে ৫৭.৯৫% – বৃদ্ধি কেমন হতে পারে?
বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা পাচ্ছেন ৫৫% হারে ডিএ। জানুয়ারি ২০২৫-এ এই হার ৫৩% থেকে বাড়িয়ে ৫৫% করা হয়েছিল। এবার জুলাইয়ে তা আরও ৩% বৃদ্ধি পেতে পারে। অনুমান করা হচ্ছে, ডিএ বেড়ে পৌঁছাতে পারে ৫৭.৯৫%-এ।
এই সম্ভাবনার পেছনে মূল চালিকাশক্তি All India Consumer Price Index for Industrial Workers (AICPI-IW)। মার্চ ২০২৫-এ সূচক ছিল ১৪৩.০, যা এপ্রিল মাসে বেড়ে হয়েছে ১৪৩.৫। যদি মে ও জুনেও এই সূচকের ঊর্ধ্বগতি বজায় থাকে, তবে নতুন ডিএ ঘোষণার সম্ভাবনা প্রবল।
কবে থেকে কার্যকর হবে নতুন ডিএ?
নতুন হারে ডিএ কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ ১ জুলাই, ২০২৫। যদিও কেন্দ্র সরকার সাধারণত দীপাবলির সময় এই ঘোষণা করে, অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে, কিন্তু এবছর পে কমিশনের মেয়াদ শেষ হওয়ায় আগেভাগেই সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অর্থ মন্ত্রকের এক আধিকারিক নাম প্রকাশে অনিচ্ছুকভাবে জানিয়েছেন, “চলতি বছরের শেষেই ৭ম পে কমিশনের মেয়াদ ফুরচ্ছে। ফলে এই ডিএ বৃদ্ধি হতে পারে শেষ বড় পরিবর্তন। নতুন পে কমিশনের জন্য প্রস্তুতি নিতে হবে সরকারের।”
বর্তমান সময়ে DA- এর হার
বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন ২০২৫ সালের জানুয়ারি থেকে। নতুন হারে ৩% বৃদ্ধি হলে তা পৌঁছাতে পারে ৫৭.৯৫%-এ। সূত্রের খবর, আগামী ১লা জুলাই ২০২৫ থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হওয়ার সম্ভাবনা। সম্ভবত অক্টোবর-নভেম্বরের মধ্যে দীপাবলি উপলক্ষে ঘোষণা হবে, তবে আগেও হতে পারে।
৭ম পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর ২০২৫। তারপর নতুন পে কমিশনের ঘোষণা আসতে পারে ২০২৬ অর্থবর্ষের শুরুতে।
নতুন পে কমিশনের সম্ভাবনা
সরকারি কর্মীদের একটি বড় অংশ মনে করছেন, ৮ম পে কমিশনের প্রস্তুতি শুরু হতে চলেছে ২০২৬ সাল থেকেই। সেইজন্যই এই জুলাইয়ের ডিএ রিভিশন গুরুত্বপূর্ণ, কারণ এটি ৭ম কমিশনের অধীনে শেষ সংশোধন হতে পারে। একজন সরকারি শিক্ষক বলেন, “এই ডিএ বৃদ্ধি আমাদের অনেকটাই স্বস্তি দেবে, কারণ মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে উঠছে। নতুন কমিশন নিয়ে আলোচনা শুরু হলে ভবিষ্যতের দিকটা কিছুটা স্পষ্ট হবে।”
উল্লেখ্য, সরকারি কর্মীদের জন্য জুলাই মাসটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই যায়। মূল্যবৃদ্ধি, ব্যয়ভার, এবং নতুন কমিশনের প্রেক্ষিতে এবারকার ডিএ রিভিশন শুধু আর একটি সংখ্যা নয়—এটি ভবিষ্যতের দিকনির্দেশও বটে। এখন শুধু সময়ের অপেক্ষা, কেন্দ্রের তরফে কখন ঘোষণা আসে সেইদিকে তাকিয়ে সমস্ত কর্মী ও পেনশনভোগীরা।