TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

টোল পার হতেই আর পকেট ফাঁকা নয়, আসছে নতুন FASTag পাস!

১৫ আগস্ট ২০২৫ থেকে চালু হচ্ছে FASTag-এর বার্ষিক পাস, মাত্র ₹৩,০০০-তে ২০০ বার টোল পার হওয়ার সুবিধা। গড়ে প্রতি টোল খরচ ₹১৫, বছরে সাশ্রয় হতে পারে ₹৭,০০০ পর্যন্ত।

Debapriya Nandi Sarkar

যাত্রাপথে টোল দেওয়ার সময় আর লম্বা লাইন নয়, রোজকার টোল ফি নিয়েও মাথা ঘামাতে হবে না—এই সমস্যারই সহজ সমাধান আনতে চলেছে কেন্দ্র সরকার। আসছে FASTag-এর নতুন বার্ষিক পাস। আগামী ১৫ আগস্ট ২০২৫ থেকে চালু হচ্ছে এই নতুন পরিষেবা, যা একবারে ৩,০০০ টাকা দিয়ে এক বছর বা সর্বোচ্চ ২০০টি টোল পার হওয়া পর্যন্ত বৈধ থাকবে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কী সুবিধা মিলবে এই পাসে?

এই পাসটি মূলত ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের জন্য। অর্থাৎ যাঁদের car, jeep বা van রয়েছে এবং তাঁরা নিয়মিত জাতীয় সড়কে যাতায়াত করেন, তাঁদের জন্যই এই বার্ষিক পাস কার্যকর হতে চলেছে। পাশাপাশি জানানো হয়েছে, এই পাস ব্যবহার করলে প্রতি টোলের গড় খরচ দাঁড়াবে মাত্র ₹১৫, যেখানে সাধারণ টোল চার্জ ৫০ টাকা বা তারও বেশি। ফলে একজন ব্যবহারকারী প্রতি বছর প্রায় ₹৭,০০০ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

ব্যবহার পদ্ধতি কী?

এই সুবিধা পাওয়ার জন্য কোনও নতুন FASTag লাগবে না। যাঁদের গাড়িতে ইতিমধ্যে FASTag আছে, তাঁরা Rajmarg Yatra অ্যাপ, NHAI বা পরিবহণ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বার্ষিক পাস অ্যাকটিভেট বা রিনিউ করতে পারবেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

কোথায় কোথায় চলবে এই পাস?

এই FASTag পাসটি ব্যবহার করা যাবে শুধুমাত্র জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়ে-তে। তবে এটি রাজ্য বা স্থানীয় প্রশাসনের পরিচালিত টোল প্লাজাগুলিতে বৈধ হবে না। পাশাপাশি, এই পাস বাধ্যতামূলক নয়। যাঁরা ইচ্ছুক, তাঁরাই এটি কিনতে পারেন। অন্যথায়, পূর্বের মতো সাধারণ FASTag ব্যবহার করেই টোল পরিশোধ করা যাবে।

দেশের FASTag পরিসংখ্যান

২০২৪ সালের ডিসেম্বরে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে ইতিমধ্যে ১০ কোটি-র বেশি FASTag ইস্যু হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে জাতীয় সড়কে ভিড় নিয়ন্ত্রণ ও দ্রুত টোল আদায়ে বড় রকম সুবিধা মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একদিকে টোল লাইনে সময় বাঁচানো, অন্যদিকে খরচ কমানো—দু’য়েরই সমাধান এই বার্ষিক FASTag পাস। জাতীয় সড়ককে আরও স্মার্ট ও স্মুথ করতে কেন্দ্রের এই পদক্ষেপ, বিশেষ করে নিয়মিত ভ্রমণকারীদের কাছে বিশেষ উপযোগী হতে চলেছে বলেই মত পরিবহণ মহলের।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।