আজ অর্থাৎ ১ জুন ২০২৫ থেকে শুরু হচ্ছে জুন মাস। তবে শুধুই মাসের পরিবর্তন নয়, এই দিন থেকে শুরু হচ্ছে আর্থিক ক্ষেত্রের একাধিক বড়সড় পরিবর্তন। ব্যাঙ্কের নিয়ম থেকে শুরু করে LPG গ্যাস, ATM, PF উইথড্রয়াল, ক্রেডিট কার্ড—সব কিছুতেই আসছে নতুন আপডেট। এই পরিবর্তনগুলি যদি আপনি জানেন না, তাহলে পড়তে হতে পারে সরাসরি আর্থিক ক্ষতির মুখে। তাই এখনই জেনে নিন এই ১০টি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে বিস্তারিত।
PF তুলতে আর হয়রানি নয়! আসছে EPFO 3.0
EPFO নতুন সংস্করণ ৩.০ চালু করছে ১ জুন থেকে। PF তোলা, KYC আপডেট বা ক্লেম প্রক্রিয়া হবে আগের থেকে অনেক দ্রুত। এমনকি PF কার্ড হবে ATM কার্ডের মতো ব্যবহারযোগ্য।
FD-এর সুদের হার কমতে পারে
RBI রেপো রেট কমাতে পারে জুনে। ফলে ব্যাংকগুলি FD-র সুদের হার কমাতে পারে। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ইতিমধ্যেই তাদের ৫ বছরের FD রেট ৮.৬% থেকে কমিয়ে ৮% করেছে।
বদল আসছে ক্রেডিট কার্ডে—বাড়তে পারে জরিমানা
১ জুন থেকে কিছু ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্টের সীমা বেঁধে দিচ্ছে। ফুয়েল বা ইউটিলিটি বিল পেমেন্টে বাড়তে পারে চার্জ। এমনকি অটো-ডেবিট ফেইল হলে জরিমানাও লাগবে।
LPG সিলিন্ডারের দামে হেরফের
প্রতি মাসের প্রথম তারিখে নতুন LPG দাম ঠিক হয়। জুনেও বাড়তে বা কমতে পারে রান্নার গ্যাসের দাম। ঘরোয়া ও বাণিজ্যিক—দু’টোতেই প্রভাব পড়বে।
ATM থেকে টাকা তুললে গুনতে হতে পারে বাড়তি চার্জ
বিনামূল্যে লেনদেনের সীমা ছাড়ালেই লাগবে অতিরিক্ত টাকা। নগদে লেনদেন যাঁদের বেশি, তাঁদের জন্য এটি বড় ধাক্কা হতে চলেছে।
মিউচুয়াল ফান্ডে কাট-অফ টাইম বদল
SEBI-র নতুন নিয়ম অনুযায়ী, ওভারনাইট স্কিমে অফলাইনে কাট-অফ টাইম বিকেল ৩টা, অনলাইনে ৭টা। এর পরে অর্ডার দিলে তা পরের কার্যদিবসে কার্যকর হবে।
ফ্রি আধার আপডেটের শেষ সুযোগ ১৪ জুন
UIDAI জানিয়েছে, ১৪ জুন পর্যন্তই বিনামূল্যে আধার আপডেট করা যাবে। তারপর অনলাইনে ২৫ টাকা, কেন্দ্রে ৫০ টাকা খরচ পড়বে।
UPI ট্রানজাকশনে এখন দেখা যাবে আসল নাম
NPCI-র নতুন নিয়ম অনুযায়ী, UPI ট্রানজাকশনের সময় শুধুমাত্র আসল প্রাপকের ব্যাঙ্কের নাম দেখা যাবে। QR কোডের ফেক নাম আর নয়।
জুনে ব্যাঙ্ক বন্ধ ১২ দিন!
RBI জানিয়েছে, জুন মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার, ২য় ও ৪র্থ শনিবার ছাড়াও বকরি ঈদ, রথযাত্রার মতো উৎসবেও ছুটি থাকবে। আগেই পরিকল্পনা করুন।
ক্রেডিট কার্ডে ইউটিলিটি পেমেন্টে বাড়তে পারে চার্জ
বিদ্যুৎ বা জল বিল পেমেন্টে ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত চার্জ বসতে পারে। ক্যাশব্যাক সুবিধাও কমতে পারে বলে জানিয়েছে একাধিক ব্যাঙ্ক।
জুনের এই পরিবর্তনগুলি সরাসরি প্রভাব ফেলতে চলেছে সাধারণ মানুষের ব্যয়বহুল জীবনে। তাই আগেভাগে সতর্ক থাকুন, পরিকল্পনা করুন এবং আর্থিক ক্ষতির থেকে নিজেকে রক্ষা করুন।