TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

মোদী যাচ্ছেন না? G7 সামিটে ভারতের অনুপস্থিতির জল্পনা ঘিরে আন্তর্জাতিক মহলে তোলপাড়

G7 সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। ভারত-কানাডা টানাপোড়েনের আবহেই কি এড়ানো হচ্ছে এই আন্তর্জাতিক সফর?

Debapriya Nandi Sarkar

বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক—G7 সামিট। এই শীর্ষ বৈঠকে অংশগ্রহণ বিশ্বের শক্তিধর দেশগুলির কাছে যেমন সম্মানের, তেমনই প্রভাব বিস্তারের সুযোগ। তবে এবার কানাডায় অনুষ্ঠিতব্য G7 সামিট ঘিরে ভারতের অবস্থান নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে অংশ নাও নিতে পারেন। তবে সরকারিভাবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য আসেনি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ভারত-কানাডা সম্পর্কের অবনতিই কি বড় কারণ?

গত কয়েক মাসে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক যথেষ্ট তলানিতে এসে ঠেকেছে। খালিস্তানপন্থী কার্যকলাপ, ভারত-বিরোধী উসকানিমূলক মন্তব্য, ভারতীয় দূতাবাস ও কনসুলেট কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ইত্যাদি নানা বিষয়ে একাধিকবার দুই দেশের মধ্যে উত্তপ্ত বচসা হয়েছে। বিশেষত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কিছু মন্তব্যে ভারত প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছে। এই টানাপোড়েনের আবহেই এবার কানাডায় অনুষ্ঠিত হতে চলা G7 সামিটে প্রধানমন্ত্রী মোদীর না যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ‘পলিটিকাল স্টেটমেন্ট’ হিসেবেও দেখা যেতে পারে।

বিশ্বমঞ্চে ভারতের অনুপস্থিতি—কী বার্তা দিচ্ছে?

ভারত এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। ভূরাজনীতির অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে ভারতের অবস্থান আজও অনেক বেশি প্রাসঙ্গিক। G7 সামিটে মোদীর উপস্থিতি থাকলে তা অনেক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারত। সেই জায়গা থেকে ভারতের এই সম্ভাব্য অনুপস্থিতি আন্তর্জাতিক মহলে নানান প্রশ্ন তুলতে পারে। অনেকেই বলছেন, মোদীর অনুপস্থিতি কানাডাকে একটি স্পষ্ট বার্তা দিতে পারে—যে ভারত এখন আর সবকিছু চুপচাপ সহ্য করবে না। ভারতের অবস্থান এবং সম্মান নিয়ে কোনও আপস নয়, এমনটাই হয়তো বুঝিয়ে দিতে চাইছেন প্রধানমন্ত্রী।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

বিদেশনীতির এক নতুন অধ্যায়?

গত এক দশকে নরেন্দ্র মোদীকে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ফ্রান্স—সকলেই ভারতের সঙ্গে গভীর কৌশলগত বন্ধুত্ব গড়ে তুলেছে। কিন্তু এবার, যখন কূটনৈতিক ভাবে সম্পর্ক উত্তপ্ত, তখন মোদীর এই G7 সামিট এড়িয়ে যাওয়ার ইঙ্গিত এক নতুন বিদেশনীতির সূচনা কি না, তা সময়ই বলবে।

এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, নজর দিল্লির ঘড়ির কাঁটায়

যদিও ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সূত্র মারফত জানা গিয়েছে, বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। সরকার চাইছে, ভারতের ভাবমূর্তি যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং বার্তাটি যাতে সঠিকভাবে পৌঁছায়। সেই অনুযায়ীই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।