কেন্দ্রীয় সরকার এবার কর্মীদের ভবিষ্যৎ তহবিল অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে (EPF) সুদের হার বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিল। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৮.২৫% হারে সুদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ কর্মীর মুখে হাসি ফুটেছে।
CBT-র প্রস্তাবেই ছাড়পত্র
প্রভিডেন্ট ফান্ড পরিচালনাকারী সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি বৈঠকে এই সুদের হার বাড়ানোর প্রস্তাব দেয়। সেই সময়েই জানানো হয়েছিল, সদস্যদের অ্যাকাউন্টে বাৎসরিক ভিত্তিতে ৮.২৫% হারে সুদ জমা পড়বে। অবশেষে সেই প্রস্তাবকেই স্বীকৃতি দিল কেন্দ্র।
গত বছরের তুলনায় বাড়ল সুদ
প্রসঙ্গত, গত অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৮.১৫%। তার তুলনায় এবার ০.১০% বৃদ্ধি হয়েছে। যদিও এই হার অনেকের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে থাকেন তাদের জন্য এই সামান্য পার্থক্যও বড় লাভের কারণ হতে পারে।
অর্থনীতি ও কর্মীদের উপর প্রভাব
বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের এই সিদ্ধান্ত একদিকে যেমন কর্মীদের মনোবল বাড়াবে, অন্যদিকে তা দেশের সঞ্চয় সংস্কৃতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। EPF হল দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম, যেখানে সুদের হার বাড়া মানেই ভবিষ্যতের নিরাপত্তা আরও একধাপ মজবুত হওয়া।
কবে থেকে মিলবে এই সুবিধা?
২০২৪ সালের ১লা এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষেই এই নতুন সুদের হার কার্যকর হবে। অর্থাৎ আগামী বছরে যখন পিএফের সুদ অ্যাকাউন্টে জমা পড়বে, তখনই কর্মীরা এর পূর্ণ সুবিধা পাবেন।
Central government ratifies an interest rate of 8.25% on employees’ provident funds for the 2024-25 fiscal year.
The Central Board of Trustees (CBT) recommended in its February meeting that 8.25% annual rate of interest be credited on EPF accumulations in members’ accounts for…
— ANI (@ANI) May 24, 2025