TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

RBI : শেষ হতে চলেছে সময়! ১০০ ও ২০০ টাকার নোটে RBI-র কড়া নির্দেশ

৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ৭৫% এটিএমে মিলতে হবে ১০০ ও ২০০ টাকার নোট—রিজার্ভ ব্যাঙ্কের বড় সিদ্ধান্তে তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে ব্যাঙ্কগুলি।

Debapriya Nandi Sarkar

RBI : ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র নতুন নির্দেশিকা ঘিরে তোলপাড় ব্যাংকিং মহলে। কেন্দ্রীয় ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে—এখন থেকে দেশের ৭৫ শতাংশ ATM-এ এই দুই মূল্যমানের নোট থাকতে হবে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। অর্থাৎ, হাতে সময় খুবই কম। ইতিমধ্যেই দেশের বড় বড় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ও ATM ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থাগুলি ঝাঁপিয়ে পড়েছে এই নির্দেশ কার্যকর করতে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কেন এই সিদ্ধান্ত?

RBI-র তরফে বলা হয়েছে, এখনও দেশের বহু অঞ্চলে ছোট মূল্যের নোটের অভাব রয়েছে। বিশেষত গ্রামীণ ও প্রান্তিক মানুষেরা বারবার অভিযোগ করেছেন, অনেক ATM-এ ২০০০ বা ৫০০ টাকার নোট থাকলেও, ছোট নোট পাওয়া যায় না। এর ফলে কেনাকাটা ও দৈনন্দিন লেনদেনে অসুবিধায় পড়েন তাঁরা। এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিল RBI। ১০০ ও ২০০ টাকার নোটকে আরও বেশি পরিমাণে প্রচলনে আনার লক্ষ্যে এই নির্দেশিকা জারি হয়েছে।

কাজ কতদূর এগোল?

সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই দেশের প্রায় ৭৩ শতাংশ ATM-এ ১০০ বা ২০০ টাকার নোট দেওয়া শুরু হয়েছে। CMS Infosystems নামে দেশের অন্যতম বড় ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে, তাদের দায়িত্বে থাকা ৭৩ হাজার ATM-এ এই নোট মজুত করা হয়েছে। গত ডিসেম্বরে এই সংখ্যা ছিল মাত্র ৬৫ শতাংশ। অর্থাৎ, নির্দেশিকা জারি হওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

ব্যাংকগুলোর উপর চাপ

এই নির্দেশ মানতে গিয়ে বাড়তি চাপ পড়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর। কারণ, সব জায়গায় এখনও প্রয়োজনীয় সংখ্যক ছোট নোট নেই। ফলে RBI-কে প্রতিনিয়ত নতুন করে নোট ছাপাতে হচ্ছে। একইসঙ্গে, প্রত্যন্ত এলাকাগুলিতে সময়মতো এই নোট পৌঁছে দিতে বাড়ানো হয়েছে কেশ-লজিস্টিক ব্যবস্থা। ATM-গুলির সফটওয়্যারও আপডেট করা হচ্ছে যাতে গ্রাহকরা ন্যূনতম ১০০ বা ২০০ টাকার নোট সহজেই তুলতে পারেন।

ভবিষ্যতের লক্ষ্য কী?

RBI-র পরিকল্পনা এখানেই থেমে নেই। তারা জানিয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশের ৯০ শতাংশ ATM-এ ১০০ ও ২০০ টাকার নোট নিশ্চিত করতে হবে। অর্থাৎ, আগামী এক বছরে আরও বড় পরিসরে এই কাজ সম্পূর্ণ করতে হবে ব্যাঙ্কগুলিকে। ভবিষ্যতে হয়তো আরও ছোট নোট—৫০ বা ২০ টাকার প্রচলন নিয়েও আলাদা গাইডলাইন আসতে পারে।

আপনার জন্য কী বার্তা?

আপনি যদি ATM থেকে প্রায়ই বড় নোট তোলেন এবং খুচরোর সমস্যায় পড়েন, তাহলে এবার একটু নজর রাখুন। আপনার এলাকার ATM-এ ১০০ বা ২০০ টাকার নোট থাকছে কি না দেখে নিন। যদি না থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যাঙ্কে অভিযোগ জানানো যায়। কারণ RBI স্পষ্ট বলেছে—এই নির্দেশ মানা বাধ্যতামূলক।

বড় কোনও ঘোষণার মতো না হলেও, সাধারণ মানুষের পকেটের সঙ্গে গভীর ভাবে জড়িয়ে রয়েছে এই সিদ্ধান্ত। নোট বাতিলের স্মৃতি আজও টাটকা, তাই RBI-র এই ধরনের পদক্ষেপকে অনেকেই কৌশলী বলে মনে করছেন। তবে এটুকু নিশ্চিত—আপনার নোট এবার আরও সহজলভ্য হতে চলেছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।