কয়েক বছর আগেও তাঁরা ছিলেন সাধারণ গৃহবধূ কিংবা ক্ষেতের শ্রমিক। সকাল-বিকেল মাঠে কাজ করতেন, অন্যের ওপর নির্ভর করতেন সামান্য বিষ ছড়ানোর জন্যও। কিন্তু আজ সেই মহিলারাই আকাশে ওড়াচ্ছেন ড্রোন! শুধু ওড়াচ্ছেনই না, গোটা ৫০ একর জমিতে আধুনিকভাবে কীটনাশক ছড়িয়ে ফেলছেন মাত্র কয়েক ঘণ্টাতেই।
তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার এই ছবি যেন বদলে দিচ্ছে দেশের কৃষিক্ষেত্রের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১২২তম পর্বে উঠে এল এই অনন্য উদ্যোগের কথা। তিনি নিজে বললেন—”আজ গ্রামের মহিলারাই কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লব আনছেন। তাঁদের এখন আর ‘ড্রোন অপারেটর’ বলা যায় না, তাঁরা হলেন ‘স্কাই ওয়ারিয়র’।”
ড্রোন দিদিরা বদলে দিচ্ছেন চিরাচরিত কৃষিচিত্র
তাঁরা এখন আর কারও ওপর নির্ভরশীল নন। সকালে মাত্র তিন ঘণ্টা, বিকেলে দু’ঘণ্টা—এই সময়েই পঞ্চাশ একর জমির কীটনাশক ছড়ানোর কাজ শেষ করে ফেলছেন তাঁরা। আগের মতো রোদের তাপে পুড়তে হচ্ছে না, বিষাক্ত রাসায়নিকের মধ্যে ঢুকতে হচ্ছে না।
এই উদ্যোগে খুশি গ্রামের মানুষও। তাঁরা মেনে নিচ্ছেন নতুন প্রযুক্তিকে। আর যাঁরা এতদিন ছিলেন একেবারে পেছনের সারিতে, তাঁরাই আজ গ্রামের সম্মান।
নারীর হাতে প্রযুক্তি, ভবিষ্যৎ এখন আরও উজ্জ্বল
‘ড্রোন দিদি’ প্রকল্পের মাধ্যমে গ্রামের মহিলারা শুধু আত্মনির্ভর হচ্ছেন না, বরং গোটা সমাজকেই এক নতুন দৃষ্টিভঙ্গিতে ভাবতে বাধ্য করছেন। এই প্রযুক্তির হাত ধরে বদলাচ্ছে গ্রামের অর্থনীতি, কৃষকের জীবনধারা, এবং নারীর সামাজিক অবস্থান। প্রধানমন্ত্রী মোদীর কথায়, এই পরিবর্তন শুধু কৃষিক্ষেত্রে নয়, গোটা দেশের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।
এই উদাহরণ শুধু তেলেঙ্গানার নয়, সারা দেশের নারীদের জন্য এক অনুপ্রেরণা। প্রযুক্তিকে হাতিয়ার করে তাঁরা প্রমাণ করে দিচ্ছেন—আকাশ ছোঁয়া এখন কেবল স্বপ্ন নয়, একেবারে হাতের নাগালে বাস্তব।
In the 122nd Episode of Mann Ki Baat, Prime Minister Narendra Modi says, “Today, there are many women who are working in the fields as well as touching the heights of the sky. Yes! You heard it right, now the women of the village are flying drones as Drone Didi and ushering in a… pic.twitter.com/JfrxNz0r9w
— ANI (@ANI) May 25, 2025