TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

আরব সাগরে ঝুঁকিপূর্ণ মুহূর্ত, ২৪ জনের মধ্যে উদ্ধার ২১, লিবারিয়ান জাহাজে চলছে রুদ্ধশ্বাস অভিযান

আরব সাগরে ২৬ ডিগ্রি হেলে পড়ে লিবারিয়া পতাকাবাহী কনটেইনার জাহাজ MSC ELSA 3। ২১ জন নাবিককে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জাহাজে রয়ে গেছেন ৩ জন, চলছে স্যালভেজ অপারেশন।

Debapriya Nandi Sarkar

আরব সাগরে লিবারিয়া পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে হেলে পড়ার ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। জাহাজটি থেকে পাঠানো SOS সিগনালের ভিত্তিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG) দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ২১ জন নাবিককে উদ্ধার করেছে। এখনও জাহাজে রয়ে গেছেন তিনজন—ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার ও সেকেন্ড ইঞ্জিনিয়ার।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

২৬ ডিগ্রি হেলে পড়ে MSC ELSA 3, শুরু হয় বিপদের ঘণ্টা

লিবারিয়ান পতাকাবাহী MSC ELSA 3 নামের জাহাজটি ২৩ মে কেরালার ভিঝিনজাম বন্দর থেকে ছেড়ে কোচি বন্দরের দিকে রওনা দেয়। ২৪ মে দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ জাহাজ কর্তৃপক্ষ জানান, ভেসেলটি ২৬ ডিগ্রি হেলে পড়েছে। এতে একদিকে নাবিকদের জীবন বিপন্ন হয়ে পড়ে, অন্যদিকে সম্ভাব্য কনটেইনার ডুবে যাওয়ায় সমুদ্রজলের দুষণ ঘটারও আশঙ্কা দেখা দেয়। জাহাজটি তখন কোচি উপকূল থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

কোস্ট গার্ডের তৎপরতা, আকাশ ও সমুদ্রপথে অভিযান

বিপদের খবর পাওয়া মাত্রই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। জাহাজের দিকে পাঠানো হয় উদ্ধারকারী নৌকা ও বিমান। বিমান থেকে অতিরিক্ত লাইফ রাফ্ট ফেলা হয়, যাতে নাবিকদের দ্রুত নিরাপদে আনা যায়। ২১ জন ক্রুকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হলেও ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার ও সেকেন্ড ইঞ্জিনিয়ার স্যালভেজ অপারেশনের জন্য এখনো জাহাজে আছেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

পরিবেশ ঝুঁকি ও সতর্কতা

জাহাজের হেলে পড়ার ফলে কিছু কনটেইনার ইতিমধ্যে সমুদ্রে পড়ে গেছে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে DG Shipping ও Coast Guard-এর যৌথ পর্যবেক্ষণে চলছে রিস্ক অ্যাসেসমেন্ট ও স্যালভেজ প্রস্তুতি। উপকূলরক্ষীরা জাহাজটিকে স্থিতিশীল রাখতে ও আরও ক্ষয়ক্ষতি রোধে প্রয়াস চালিয়ে যাচ্ছে।

উদ্ধার অভিযান চলছে, নজর তিনজনের ওপর

উদ্ধার অভিযান এখনো চলছে। জাহাজে থাকা তিনজনের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি, সমুদ্রে কনটেইনার ছড়িয়ে পড়ার ফলে সম্ভাব্য পরিবেশগত বিপর্যয় ঠেকাতেও প্রশাসন তৎপর।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।