ভারত-পাকিস্তান সংঘাত যখন তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক অর্থভান্ডার (IMF) পাকিস্তানকে দিয়েছে প্রায় ৮,৫০০ কোটি টাকার ঋণ। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন তুলেছে ভারতও।
ভারতের আপত্তি স্পষ্ট, তবুও ঋণ অনুমোদন
পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ ও পাকিস্তানের পাল্টা হামলার আবহে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সরাসরি আর্জি জানান IMF-এর কাছে। তাঁর দাবি ছিল—“এই টাকা সন্ত্রাসে ব্যবহৃত হবে, তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।” কিন্তু সেই অনুরোধ গুরুত্ব পায়নি।
IMF কী বলছে?
IMF-এর মুখপাত্র জুলি কোজ়্যাক জানিয়েছেন, “ঋণের প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে পাকিস্তান। আর্থিক সংস্কারে অগ্রগতি হয়েছে। তাই বোর্ড ঋণ মঞ্জুর করেছে।” তিনি আরও জানান, এই ঋণ একসাথে নয়, ধাপে ধাপে দেওয়া হবে।
প্রক্রিয়া কীভাবে এগোলো?
২০২৫ সালের প্রথম ভাগে পাকিস্তানের আর্থিক পর্যালোচনার পরিকল্পনা ছিল। মার্চের ২৫ তারিখে আইএমএফ ও পাকিস্তানি কর্তৃপক্ষ বৈঠক করেন। এরপর ৯ মে পর্যালোচনা শেষ হয়। সেই অনুযায়ী ঋণ মঞ্জুর করে IMF।
সংঘাতের মাঝেই সমবেদনা ও শান্তির আবেদন
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর প্রসঙ্গও উঠে আসে সাংবাদিক বিবৃতিতে। জুলি জানান, এই প্রাণহানির জন্য সমবেদনা জানাচ্ছে IMF। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করেন।
বিতর্ক শেষ নয়
ভারত-পাকিস্তান সংঘাত থামলেও IMF-এর এই ঋণ ঘিরে বিতর্কে জল পড়েনি। অনেকের প্রশ্ন—সন্ত্রাসে মদত দেওয়া রাষ্ট্র কীভাবে আন্তর্জাতিক মঞ্চে আর্থিক সহায়তা পায়?