শনিবার গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে চালানো রাশিয়ার সামরিক হামলায় প্রাণ হারালেন অন্তত ১৩ জন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ১৪টি ব্যালিস্টিক মিসাইল ও ২৫০টি ড্রোন ছুঁড়েছিল, যার মধ্যে কিয়েভ ছিল মূল লক্ষ্য।
দগ্ধ শহর, আতঙ্কে রাত কাটল নাগরিকদের
কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানিয়েছেন, শহরের একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়েছে গোটা শহর। আগুন ও ধ্বংসস্তূপে ভরে যায় কিয়েভের রাত্রিকালীন দৃশ্য।
খারকিভ, ওডেসা, খেরসনেও প্রাণহানি
ইউক্রেন সরকারের তথ্যানুসারে, ডনেটস্কে ৪, খেরসন ও ওডেসায় ৫ এবং খারকিভে ৪ জন নিহত হয়েছেন। বহু মানুষ আহত। আহতদের মধ্যে কিয়েভেই আছেন অন্তত ১৮ জন।
বন্দি বিনিময়ে মুক্তি পেল শত শত যোদ্ধা
হামলার মধ্যেও ঘটেছে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দি বিনিময়। দ্বিতীয় ধাপে শনিবার মুক্তি পায় ৬০০ জনের বেশি ইউক্রেনীয় ও রুশ সেনা। এই বিনিময়ের প্রথম ধাপে শুক্রবার ছাড়া হয়েছিল প্রায় ৮০০ জন।
‘নির্ভরতায় কাজ করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা’
ইউক্রেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, রুশ বাহিনীর হামলার বিরুদ্ধে একটানা কাজ করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি বলেন, “যেখানে বিশ্ব শান্তির কথা বলছে, সেখান থেকে রাশিয়া পাঠাচ্ছে ড্রোন ও মিসাইল।”