Viral News : ইজরায়েলের বিরুদ্ধে ইরানে হামলার প্রতিবাদ করতে গিয়ে এবার নিজেই হাসির পাত্র হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট দিতে গিয়ে ‘Condemn’ শব্দের বদলে টাইপ করে বসেন ‘Condom’। ব্যস, মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। হাসির রোল ওঠে নেট দুনিয়ায়, ট্রোলের তুফান বইছে ইসলামাবাদ থেকে দিল্লি হয়ে ওয়াশিংটন পর্যন্ত।
‘Condemn’ নয়, লিখে ফেললেন ‘Condom’!
ইজরায়েল যখন ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নতুন করে উত্তপ্ত করেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেই হামলার তীব্র নিন্দা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন— “I Condom the attack by Israel…” যেখানে তাঁর লেখা উচিত ছিল, “I Condemn the attack…”। এই একটি ছোট্ট টাইপোতেই সর্বনাশ!
রাষ্ট্রনেতার মুখে এমন ভুল! শুরু ট্রোলের বন্যা
রাষ্ট্রনেতা মানেই দেশজোড়া দায়িত্ব। তাঁদের প্রতিটি শব্দ ও কাজ আন্তর্জাতিক নজরে পড়ে। সেখানে শেহবাজের মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের এই ভুল দেখে হতবাক সকলে। কেউ লিখছেন, “Pakistan’s PM needs spellcheck more than nuclear missiles”, তো কেউ বলছেন, “He just protected Israel with a condom!” একজন ব্যবহারকারী লেখেন— “This is why English is dangerous. A single letter, and the PM ends up promoting contraception instead of condemnation.”
ট্রেন্ডিং হ্যাশট্যাগও হয়েছে—#CondomNotCondemn #ShehbazTypo
সঙ্গে সঙ্গেই ঠিক করলেন ভুল, কিন্তু…
ভুল বুঝতে পেরে অবশ্য কিছুক্ষণের মধ্যেই পোস্টটি এডিট করে দেন পাক প্রধানমন্ত্রী। সেখানে ঠিক করে ‘Condemn’ শব্দ বসানো হয়। কিন্তু যতক্ষণে সংশোধন এসেছে, ততক্ষণে সেই পোস্ট স্ক্রিনশট হয়ে ঘুরছে সমস্ত সোশ্যাল মিডিয়ায়। কেউ মিম বানাচ্ছেন, কেউ ভিডিও এডিট করে শেহবাজের মুখে কন্ডোম কোম্পানির বিজ্ঞাপন বসাচ্ছেন।
বিরোধীদের কটাক্ষ: “দেশ চালাচ্ছে কীবোর্ডের ভুলে”
পাকিস্তানের ভিতরেও এই ভুল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা সরব হয়ে বলছেন, “যে প্রধানমন্ত্রী কীবোর্ডে ঠিক করে লিখতে পারেন না, তিনি কীভাবে যুদ্ধ পরিস্থিতি সামলাবেন?” বিরোধী দল পিটিআই-র এক নেতার মন্তব্য, “ভুল যদি এমন হয়, তাহলে জাতির ভবিষ্যৎ কেমন হবে?”
আন্তর্জাতিক মহলে খোরাক, কিন্তু প্রশ্ন বড়
এই ভুল নিয়ে আন্তর্জাতিক মহলে অবশ্য হালকা হাসাহাসি হলেও, বড় প্রশ্ন উঠছে পাকিস্তানের রাজনৈতিক পরিকাঠামো নিয়ে। রাষ্ট্রনেতার এই ধরণের ভুল কি দেশের ভাবমূর্তিতে ধাক্কা দেয় না? কীভাবে একজন শীর্ষ নেতার সোশ্যাল মিডিয়া পোস্ট এমন অবধানে যাচাই না করেই প্রকাশিত হয়?
মানুষ মাত্রেই ভুল করে। কিন্তু যিনি একটি দেশের প্রধানমন্ত্রী, তাঁর প্রতিটি শব্দ, প্রতিটি বক্তব্য বিশ্বজুড়ে আলোচিত হয়। সেখানে এমন শব্দচ্যুতি নিঃসন্দেহে একদিকে মজার হলেও অন্যদিকে তা উদ্বেগজনকও বটে। এ ভুল কেবল কীবোর্ডের নয়, এটি একরকম দায়িত্বজ্ঞানহীনতার বার্তাও বহন করে।