TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

স্কুলেই মৃত্যুর কোলে ৪ বছরের শিশু! শিক্ষকের মারেই কি গেল প্রাণ? তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রয়াগরাজে ৪ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিভাবকের অভিযোগ, স্কুলে শিক্ষক মারধর করেছিলেন। পোস্টমর্টেমে মিলল আঘাতের চিহ্ন।

Debapriya Nandi Sarkar

প্রয়াগরাজের নৈনি এলাকার একটি স্কুলে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। মাত্র ৪ বছরের একটি শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চরম উত্তেজনা ও শোকের ছায়া। মৃত শিশুটির পরিবারের অভিযোগ, স্কুলের দুই শিক্ষক মারধর করেছিলেন তাঁদের সন্তানকে। সেই কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তাঁরা দাবি করেছেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কি ঘটেছিল?

শিশুটির পরিবার জানিয়েছে, হঠাৎ স্কুল থেকে ফোন করে তাঁদের জানানো হয় যে তাঁদের ছেলে জ্ঞান হারিয়েছে। তড়িঘড়ি ছুটে গিয়ে তাঁরা ছেলেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন, শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। এই ঘটনার পরেই মা-বাবা সরাসরি অভিযোগ তোলেন—স্কুলের দুই শিক্ষক তাঁদের ছেলেকে মারধর করেছিলেন। সেই মারেই হয়তো মৃত্যু হয়েছে ছেলেটির।

শিক্ষকদের মারেই কি মৃত্যু? পুলিশ কী বলছে?

প্রয়াগরাজের ডিসিপি (ডেপুটি কমিশনার অব পুলিশ) বিবেক কুমার জানান, “আমরা একটি অভিযোগ পেয়েছি শিশুটির বাবা-মায়ের কাছ থেকে। তাঁরা বলেছেন, স্কুলের দুজন শিক্ষক শিশুটিকে মারধর করেছিলেন এবং তার জেরে সম্ভবত এই মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

তিনি আরও জানান, ইতিমধ্যে শিশুটির দেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং রিপোর্টে শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখন সেই আঘাতগুলোর কারণ এবং ঘটনার সঙ্গে শিক্ষকদের যোগ রয়েছে কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন

এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তদন্তের পরই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ কী এবং আদৌ শিক্ষকদের মারধর তার জন্য দায়ী কিনা। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।

পরিবারের দাবি সত্যি হলে এটি একটি অত্যন্ত মর্মান্তিক এবং গুরুতর অপরাধ হবে বলে মনে করছে প্রশাসন। বর্তমানে পুরো ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এবং স্কুলের নিরাপত্তা ও শিক্ষকের ভূমিকা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।