Viral Video : আপনি যদি ঘুরে বেড়াতে ভালোবাসেন, যদি মনে হয় পায়ের তলায় সর্ষে—তাহলে এই গল্পটা শুধু আপনার জন্য। বিদেশে ঘুরতে গেলে লাগে পাসপোর্ট, ভিসা, আর অসংখ্য কাগজপত্র। কিন্তু যদি বলি, এইসব ছাড়াও মাত্র তিন সেকেন্ডে তিনটা দেশ ভ্রমণ করা সম্ভব? বিশ্বাস হচ্ছে না? কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাটাই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী, নাম সম্রাঙ্গী সাধু ঝিলিক, কয়েক সেকেন্ডেই তিনটি আলাদা দেশে পা রাখছেন। কীভাবে? এর পেছনে রয়েছে এক চমকপ্রদ ভৌগোলিক বিস্ময়।
সীমান্ত যেখানে মিশে যায়
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সম্রাঙ্গী এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন, যেখানে জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সীমান্ত মিলেছে। শহরের নাম আচেন (Aachen)। সেই বিশেষ সীমান্তে একটি ছোট্ট গোল চিহ্ন—যেটি তিনটি দেশের সংযোগস্থল। এবং এক লাফেই সেই চিহ্ন অতিক্রম করলেই আপনি তিন দেশেই ঢুকে পড়লেন, তা মাত্র তিন সেকেন্ডেই!
এই এলাকায় কোনও সীমান্ত প্রহরী নেই, নেই কোনও কাঁটাতার বা নিরাপত্তা চৌকি। এখানে দাঁড়িয়ে সহজেই তিনটি দেশের মাটি ছোঁয়া যায়—এ যেন রূপকথার দেশ।
ভিসা লাগবে না?
এই জায়গায় ঘুরতে গেলে আলাদা আলাদা ভিসা লাগে না। কারণ এই তিনটি দেশই ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং শেনজেন (Schengen) চুক্তির অন্তর্গত। এই চুক্তির ফলে একটি মাত্র ভিসাতেই ইউরোপের ২৭টি দেশে ঘুরে বেড়ানো যায়। এর মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালি, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড সহ আরও অনেক দেশ। তাই সম্রাঙ্গীর ভিডিও যতই অবিশ্বাস্য দেখাক, আইনের দিক থেকে এটি একেবারেই বৈধ এবং সহজ।
প্রশ্ন আর কৌতূহল—নেটিজেনদের প্রতিক্রিয়া
এই ভিডিও দেখে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই জানতে চেয়েছেন, “সেই সীমান্তে পাসপোর্ট চেক হয় না?” আবার একজন প্রশ্ন করেছেন, “সেখানে ট্রেনে যাওয়া যায়?” কারও কারও প্রশ্ন আরও মজার—”যদি ওই জায়গায় কোনও গর্ভবতী মহিলা সন্তান প্রসব করেন, তবে বাচ্চার নাগরিকত্ব কোন দেশের হবে?”
সবচেয়ে মজার মন্তব্য এসেছে এক ভারতীয় নেটিজেনের কাছ থেকে—”আমরা ভারত, পাকিস্তান আর চিনের সঙ্গে এই মডেলটা চেষ্টা করতে পারি… কিন্তু দুঃখের বিষয়, সেটা আমরা বেঁচে থাকতে দেখে যেতে পারব না!”
কেন এই ভিডিও জনপ্রিয়?
এই ভাইরাল রিল যেন এক ঝলক স্বপ্নের দরজা খুলে দেয়। পাসপোর্টের ঝামেলা, ইমিগ্রেশন লাইনের অপেক্ষা বা ব্যয়বহুল ট্র্যাভেল প্যাকেজ ছাড়াই যদি কেউ এক লাফে তিন দেশ ঘুরে ফেলতে পারে—তবে তা তো স্বপ্নের মতোই। আর সেই স্বপ্নের স্পর্শই যেন এনে দিয়েছে এই ভাইরাল ভিডিও।
আপনি যেতে চান? তাহলে হাতে শেনজেন ভিসা নিয়ে পরিকল্পনা করুন ইউরোপ সফরের। গুগল ম্যাপে দেখে নিতে পারেন “Drielandenpunt” নামক সেই তিন দেশের সংযোগস্থল। অনেক পর্যটকই সেখানে গিয়ে ছবি তোলেন, ভিডিও করেন। ভবিষ্যতে হয়তো আপনিও এই বিশেষ জায়গায় দাঁড়িয়ে তিন সেকেন্ডে তিন দেশের স্মৃতি নিজের ফোনে বন্দি করে ফেলবেন!
View this post on Instagram