ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি আরেকবার নজর কাড়ল আন্তর্জাতিক মহলে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) টুইট করে জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি তাদের ‘আকাশতীর’ এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে ব্যবহার হয়েছে যুদ্ধক্ষেত্রে। এই সিস্টেমের কার্যকারিতা দেখে গর্বে বুক ফুলেছে প্রতিরক্ষা মহলের।
পাকিস্তানের আকাশপথ রুখে দিল ভারতীয় প্রযুক্তি
টুইটে BEL জানায়, পাকিস্তানের দিক থেকে আসা আকাশপথের হামলার জবাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ‘আকাশতীর’-সহ গ্রাউন্ড-বেসড ডিফেন্স সিস্টেম। বলা হয়, “আকাশতীরের সঙ্গে যুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের এয়ার অ্যাডভেঞ্চারকে নরক বানিয়ে দেয়।” এই বক্তব্য থেকেই স্পষ্ট, আকাশতীর কেমন ধাক্কা দিয়েছে শত্রুপক্ষকে।
দেশের মাটিতেই তৈরি, তবু আন্তর্জাতিক মান
সবচেয়ে বড় বিষয় হল, আকাশতীর পুরোপুরি BEL-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ভারতীয় ইঞ্জিনিয়ারদের পরিকল্পনায়, ভারতের মাটিতেই এই সিস্টেমের জন্ম ও প্রস্তুতি। এতদিন বিভিন্ন অস্ত্রে বিদেশের উপর নির্ভর করতে হত, কিন্তু এখন দেশীয় প্রযুক্তিই হয়ে উঠছে ভারতের রক্ষাকবচ।
প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত
বিশেষজ্ঞদের মতে, আকাশতীরের এই সাফল্য শুধু একটি যুদ্ধে জয় নয়—এটি ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা ক্ষেত্রের এক বড় মাইলফলক। ভবিষ্যতে এর আরও উন্নয়ন ঘটলে ভারতের আকাশপথ আরও সুরক্ষিত হবে বলেই মনে করা হচ্ছে।