TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

দীর্ঘদিন ধরে পাক রেঞ্জার্সের হাতে আটকে ছিল রিষড়ার বিএসএফ কনস্টেবল, আজ সকালে জানা গেল তার পরিণতি

রিষড়ার BSF জওয়ান পূর্ণম কুমার সাউ অবশেষে পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন। পহেলগামের জঙ্গি হামলার পর ভুলে পাকিস্তানে চলে গিয়েছিলেন তিনি, তবে এখন ফিরলেন দেশের মাটিতে।

Debapriya Nandi Sarkar

গত ২৩ শে এপ্রিল, পহেলগাঁও জঙ্গি হামলার পরের দিনই পাক রেঞ্জার্সের হাতে আটক হয় রিষড়ার বাসিন্দা বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। সূত্রের খবর, পূর্ণম পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন তিনি। ডিউটি ফাঁকে ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্স আটক করে নেয় তাকে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কতদিন ধরে আটকে পূর্ণম? 

সাধারণত এমন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আলোচনা করে সেনা জওয়ানদের ফিরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় একাধিক দিন ধরে পূর্ণমকে আটকে রাখা হয়েছিল পাকিস্তানে। এরই মাঝে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনার পারদ চড়তে থাকে। বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরেও উদ্বেগ তৈরি হয়।

অবশেষে মুক্তি…

অবশেষে, আজ, ১৪ই মে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয় পূর্ণমকে। বিএসএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৩ এপ্রিল অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাকিস্তানে প্রবেশ করেছিলেন পূর্ণম। দীর্ঘ আলোচনার পর পাক রেঞ্জার্স তাঁকে ভারতের হাতে তুলে দেয়।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

এই ঘটনার পর পূর্ণমের পরিবার ও স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তাঁর নিরাপদে ঘরে ফেরা এখন রাজ্য জুড়েই এক আলোচনার বিষয়।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।