গত ২৩ শে এপ্রিল, পহেলগাঁও জঙ্গি হামলার পরের দিনই পাক রেঞ্জার্সের হাতে আটক হয় রিষড়ার বাসিন্দা বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। সূত্রের খবর, পূর্ণম পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন তিনি। ডিউটি ফাঁকে ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্স আটক করে নেয় তাকে।
কতদিন ধরে আটকে পূর্ণম?
সাধারণত এমন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আলোচনা করে সেনা জওয়ানদের ফিরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় একাধিক দিন ধরে পূর্ণমকে আটকে রাখা হয়েছিল পাকিস্তানে। এরই মাঝে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনার পারদ চড়তে থাকে। বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরেও উদ্বেগ তৈরি হয়।
অবশেষে মুক্তি…
অবশেষে, আজ, ১৪ই মে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয় পূর্ণমকে। বিএসএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৩ এপ্রিল অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাকিস্তানে প্রবেশ করেছিলেন পূর্ণম। দীর্ঘ আলোচনার পর পাক রেঞ্জার্স তাঁকে ভারতের হাতে তুলে দেয়।
এই ঘটনার পর পূর্ণমের পরিবার ও স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তাঁর নিরাপদে ঘরে ফেরা এখন রাজ্য জুড়েই এক আলোচনার বিষয়।