আজ আইপিএলে হাইভোল্টেজ ম্যাচ—মুখোমুখি হচ্ছেন দুই তারকা, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। মাঠে নামছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বেঙ্গালুরুর এবারের পারফরম্যান্স দারুণ। ১০টা ম্যাচে ৭টিতে জয়, ফর্মে রয়েছে গোটা দল। আজকের ম্যাচে জিতলেই তারা চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। কোহলি নিজেও ব্যাটে ভালো ছন্দে রয়েছেন, যার জোরে আত্মবিশ্বাসী গোটা শিবির।
অন্যদিকে চেন্নাইয়ের অবস্থা একেবারেই উল্টো। ধোনিদের হাতে ১০ ম্যাচে মাত্র ২টি জয়। প্লে-অফের আশা প্রায় ফিকে, কিন্তু ধোনি মানেই চমক। শেষ মুহূর্তেও পাল্টে দিতে পারেন খেলার রঙ। তাঁর নেতৃত্বে চেন্নাই অনেক কঠিন ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে, আজও সেই আশাতেই ভরসা রাখছেন সমর্থকেরা।
আরোও পড়ুনঃ আবহাওয়ায় বড় টুইস্ট! আজ দক্ষিণবঙ্গে প্রকৃতির রুদ্র রূপ, ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
সুতরাং, আজকের ম্যাচ শুধুই দুই দলের নয়, বরং ধোনি বনাম কোহলির এক আবেগঘন দ্বৈরথ। মাঠে কে বাজিমাত করবেন, কে হাসবেন শেষ হাসি—সেদিকে নজর গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের।