ছোটপর্দার জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায় আবারো প্রমাণ করলেন, তিনি শুধু ভালো অভিনেত্রী নন, দারুণ একজন ছাত্রীও বটে। অভিনয়ের ব্যস্ত শিডিউলের মধ্যেও পড়াশোনা চালিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন তিনি। নিজের হাতে জমা দিলেন ডিসার্টেশন পেপার, আর সেই মুহূর্তটা ভাগ করে নিলেন সকলের সঙ্গে।
পড়াশোনার জেদেই আজকের সাফল্য
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘অপু’ চরিত্রে যিনি দর্শকদের মন কেড়েছেন, সেই দিতিপ্রিয়া এদিন সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছি, অসংখ্য ড্রাফট, সুপারভাইজারের সঙ্গে দীর্ঘ কথোপকথন… অবশেষে শেষ করলাম আমার মাস্টার্স ডিগ্রি।”
কৃতজ্ঞতা আর গর্ব মিলেমিশে এক অনুভব
বন্ধু, পরিবার, প্রফেসর—সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিতিপ্রিয়া লেখেন, “অনেকে ভেবেছিলেন আমি আমার পেশার জন্য পড়াশোনায় এগোতে পারব না। তাঁদের সেই সন্দেহই ছিল আমার জেদ। আজ আমি গর্ব করে বলতে পারি, আমি রেগুলার স্টুডেন্ট হিসেবে মাস্টার্স শেষ করেছি। এটা আমার ব্যক্তিগত অর্জন, যা সারাজীবন মনে থাকবে।”
অভিনয় আর পড়াশোনার একসঙ্গে যাত্রা
পড়াশোনা সামলে আবার পর্দায় ফিরেছেন দিতিপ্রিয়া। নতুন ধারাবাহিকে আবারও দর্শকদের মন জয় করছেন অপর্ণা চরিত্রে। এখন আর্য আর অপুর টানাপোড়েন চললেও, বাস্তব জীবনে নিজের লক্ষ্যে কিন্তু নির্ভুল দিতিপ্রিয়া।
দর্শক এবং সহকর্মীদের থেকে অভিনন্দনও পেয়েছেন তিনি। কেউ লিখেছেন, “অনেক অনেক শুভেচ্ছা”, তো কেউ বলছেন, “তুমি আরও অনেক দূর এগিয়ে যাও।”
উচ্চশিক্ষার লক্ষ্যে এগিয়ে চলেছেন
নিজের পোস্টে দিতিপ্রিয়া জানিয়েছেন, এখানেই থেমে থাকছেন না। আরও উচ্চশিক্ষার দিকে এগোচ্ছেন তিনি। তাঁর অনুরোধ, “আমার জন্য প্রার্থনা করবেন।”
উল্লেখ্য, জি বাংলার হাত ধরে যাত্রা শুরু থেকে দিতিপ্রিয়ার। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রানী রাসমণি’ ধারাবাহিকে ‘রানী মা’র চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে দিতিপ্রিয়া। সেই থেকেই তার অভিনয় জগতে যাত্রা শুরু, এবং বর্তমান সময় দাঁড়িয়ে তিনি অত্যন্ত জনপ্রিয় আয়োজন অভিনেত্রী।