TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ফের খবরের শিরোনাম উল্টোডাঙ্গা ফ্লাইওভার! সকাল সকাল কেঁপে গেল গোটা শহর, বিস্তারিত পড়ুন

উল্টোডাঙা ফ্লাইওভারে দ্রুতগতির মোটরবাইক ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ।

Debapriya Nandi Sarkar

আজ সকাল বেলা উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ মোটর বাইক দুর্ঘটনায় কেঁপে উঠল শহর। জানা যায় একটি দ্রুত কোটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রোড ব্যারিকেডে সজরে ধাক্কা মারে। এর ফলে বাইকটি রাস্তায় উল্টে যায় এবং তাতে থাকা যাত্রী ছিটকে রাস্তায় পড়ে।। প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটির গতি অনেক বেশি ছিল যার কারণে এই দুর্ঘটনা ঘটে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

পুলিশের তৎপরতার শেষ পর্যন্ত কি হলো? 

খবর পেয়ে ঘটনাস্থলে দুটো পৌঁছায় লেকটাউন থানার পুলিশ। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, এই ঘটনায় চারজন আহত হয়েছে তবে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউ তে ভর্তি রাখা হয়েছে।

হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন 

এই দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাইক চালকের মাথায় হেলমেট ছিল না। সুরক্ষা সরঞ্জামের অভাব এবং বেপওয়াড়া গতি, এই দুই অসাবধানতাকেই দুর্ঘটনার একমাত্র কারণ বলে মনে করা হচ্ছে। ফ্লাইওভারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার আধিকারিকেরা।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now
About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।