Indian Railway : টিকিট ছাড়াই ট্রেনে চড়ার প্রবণতা একরকম নেশার মতো হয়ে দাঁড়িয়েছে বহু যাত্রীর কাছে। তবে এবার সেই নেশায় ঠান্ডা জল ঢালতে কড়া পদক্ষেপ নিল পূর্ব রেল। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাওড়া থেকে চন্দননগর পর্যন্ত লোকাল ট্রেন রুটে অভিযান চালিয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পাকড়াও করা হল ২০৭ জন বিনা টিকিটের যাত্রীকে! অভিযানে আদায় হল ৭৮ হাজার ৩৫৫ টাকা জরিমানা।
কীভাবে চলল এই অভিযান?
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অধীনে থাকা ১২ জন টিকিট পরীক্ষক, ৩ জন কমার্শিয়াল ইনস্পেক্টর এবং নিরাপত্তার দায়িত্বে থাকা রেল পুলিশের একটি দল—এই যৌথ বাহিনী শুক্রবার হঠাৎ করেই অভিযান শুরু করে।
গন্তব্য ছিল হাওড়া-ব্যান্ডেল শাখার চন্দননগর। ট্রেন চলাকালীন যেমন টিকিট পরীক্ষা করা হয়, তেমনি চন্দননগর স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রী এবং সদ্য ট্রেন থেকে নামা যাত্রীদের টিকিটও খতিয়ে দেখা হয়। এই সমন্বিত অভিযানে নেতৃত্ব দেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাহল রঞ্জন।
কেন এই হানা?
রেলের তরফে জানানো হয়েছে, যারা টিকিট না কেটে ট্রেনে চড়েন বা নির্দিষ্ট স্টেশন ছাড়িয়ে অতিরিক্ত স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন, তাদের ধরতেই এই অভিযান। একজন রেল আধিকারিকের কথায়, “গড়ে ১৫০ মিটার পরপর একজন করে বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছে। এটা সত্যিই উদ্বেগজনক।
দেশের চিত্র কী বলছে?
এই সমস্যা শুধুমাত্র পূর্ব রেলেই সীমাবদ্ধ নয়। গোটা দেশেই বিনা টিকিটে ভ্রমণকারীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে প্রায় ২.৫ কোটি যাত্রী বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। আগের বছর সংখ্যাটি ছিল প্রায় ৩.৫ কোটি। এই দু’বছরেই জরিমানা বাবদ রেলের রাজস্ব হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকারও বেশি।
যাত্রীদের কাছে রেলের আবেদন
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের কাছে আবেদন জানানো হয়েছে, টিকিট কেটে সসম্মানে যাতায়াত করুন। কারণ এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং কেউ ধরা পড়লে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।
উল্লেখ্য, একদিকে সরকার যখন রেল পরিষেবা উন্নত করতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, তখন যাত্রীরা যদি বিনা টিকিটে ট্রেনে ওঠেন, তা দেশের ক্ষতিরই নামান্তর। এই অভিযান কেবল মাত্র জরিমানা আদায়ের উদ্দেশ্যে নয়—বরং একটি বার্তা—যাত্রী পরিষেবার জন্য দায়বদ্ধ রেল প্রশাসন কোনওভাবেই দায়িত্বজ্ঞানহীনতার ছাড় দেবে না।