কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় মারা গিয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ছিল পর্যটক। এই ঘটনার পরে গোটা ভারতবর্ষ পাকিস্তানের উপর ক্ষোভে ফেটে পড়েছে। ভারত সরকারের একের পর এক কঠোর প্রতিক্রিয়ায় ধীরে ধীরে ভাঙছে পাকিস্তানের কাঠামো। এরই মধ্যে নেট মাধ্যমে ভাইরাল হচ্ছে নানান খবর। এবং সেই সমস্ত খবর বাড়িয়েছে চরম উত্তেজনা তা দেশের বাইরের হক বা ভেতরে।
সম্প্রতি এক এরমই পোস্ট ভাইরাল হতে শুরু করে। যেখানে দাবি করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে ধর্ষিত হয়েছেন।কিন্তু পাকিস্তানি কর্মকর্তারা এবং ফ্যাক্ট চেকাররা এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ভাইরাল হওয়া রিপোর্টে ইমরান খানের শারীরিক অবস্থা এবং ধর্ষণের বর্ণনা ছিল, তবে তদন্ত করে জানা গেছে, এই রিপোর্টটি ভুয়া।
Medical reports confirm that Imran Khan was brutally r*ped inside jail.
This is the condition of a former PM of Pakistan in Pakistan, who is a Muslim himself. Now imagine the plight of Pakistani Hindus and other religious minorities living in that sick blot of a nation. pic.twitter.com/D3faQNhprV
— Diksha Kandpal🇮🇳 (@DikshaKandpal8) May 3, 2025
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইমরান খানের মেডিকেল পরীক্ষা পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (PIMS) থেকে করা হয়েছিল, এবং কোন ধরনের যৌন আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।এছাড়া, রিপোর্টে উল্লেখ করা তারিখ এবং সময়ে বড় ধরনের অসঙ্গতি ছিল, যা রিপোর্টটির ভুয়া হওয়ার ইঙ্গিত দেয়। যদিও এই রিপোর্টটি দ্রুত ছড়িয়ে পড়েছে, তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে এবং স্পষ্ট জানিয়েছে যে ইমরান খানের মেডিকেল রিপোর্টে এমন কিছু নেই যা রিপোর্টে দাবি করা হয়েছে।
এটা স্পষ্ট যে, এই ধরনের ভুয়া খবর সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে, এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চেষ্টা করা হচ্ছে।
🚨Disinformation Alert!
A user on X (Twitter) posted a fabricated medical report allegedly linked to former Pakistan PM Imran Khan, claiming he was raped while in custody.
The report is dated 03 May 2025, yet the post was published on 02 May 2025 at 8:43 PM CET (11:43 PM in… pic.twitter.com/iDHnbHCCIY
— Qais Alamdar (@Qaisalamdar) May 2, 2025