ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার রীতিমতো আবেগে ভেঙে পড়লেন পাকিস্তানের এক সাংসদ। পার্লামেন্টে দাঁড়িয়ে কেঁদে ফেললেন প্রাক্তন মেজর ও বর্তমান সংসদ সদস্য তাহির ইকবাল। তাঁর বক্তব্য শুনে স্তব্ধ গোটা পার্লামেন্ট।
“পাকিস্তান দুর্বল দেশ, প্রার্থনা করা ছাড়া উপায় নেই”
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাহির ইকবালের একটি ভিডিও, যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমাদের দেশ দুর্বল। তাই এখন আমাদের একসাথে প্রার্থনা করা উচিত। হে আল্লাহ, আমরা তোমার কাছে প্রার্থনা করছি, আমাদের দেশকে বাঁচাও।” আবেগঘন সেই মুহূর্তে তাঁর চোখে জলও দেখা যায়।
আল্লাহই শেষ ভরসা
তাহির ইকবাল আরও বলেন, “এই দেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে। একমাত্র তিনিই এই দেশকে রক্ষা করতে পারবেন। এখন আমাদের শুধু প্রার্থনাই করতে হবে।”
পাকিস্তানের এই অবস্থানে রাজনৈতিক মহলেও আলোড়ন পড়েছে। ভারতের একের পর এক প্রতিরোধমূলক পদক্ষেপে রীতিমতো আতঙ্কে রয়েছে ইসলামাবাদ। আর সেই কারণেই হয়তো এই আবেগঘন বক্তব্য।
উত্তপ্ত সীমান্ত, বাড়ছে চাপ
এর আগেও, পাকিস্তানের গুলিবর্ষণ ও ভারতের প্রত্যাঘাতের খবর সামনে এসেছে। তবে এবারের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই পাকিস্তানের নানা শহরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সীমান্তে চাপ বাড়ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।