TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

৫০টি ড্রোন নিয়ে আক্রমণ চালাল পাকিস্তান, ভারত যা করল শুনলে গর্ব হবে

নিয়ন্ত্রণরেখা ও সীমান্তে পাকিস্তানের চাঞ্চল্যকর হামলার চেষ্টা, ভারতীয় সেনা যেভাবে রুখে দিল, জানলে আপনি অবাক হবেন।

Debapriya Nandi Sarkar

গতকাল রাতে পাকিস্তান একাধিক ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা চালায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায়। লক্ষ্য ছিল নিয়ন্ত্রণ রেখা (LoC) এবং আন্তর্জাতিক সীমান্ত (IB) বরাবর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। কিন্তু ভারতীয় সেনার প্রস্তুতি ছিল জোরদার। বিশাল প্রতিরক্ষা অভিযানে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স ইউনিট রাতের অন্ধকারে ৫০টিরও বেশি ড্রোন ধ্বংস করে দেয়।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কোথায় কোথায় হামলার চেষ্টা?

পাকিস্তানের তরফ থেকে পাঠানো এই স্বর্ম-ড্রোনগুলি (swarm drones) ঢুকে পড়ার চেষ্টা করেছিল উদমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নগরোটা এবং পাঠানকোট এলাকায়। একসাথে এতগুলো ড্রোন প্রবেশ করা সীমান্তে উত্তেজনার সৃষ্টি করে। তবে ভারতীয় সেনা সজাগ ছিল।

কীভাবে রুখে দেওয়া হল এই হামলা?

সূত্রের খবর, সেনা L-70 গান, ZU-23mm গান, শিলকা সিস্টেম এবং আরও উন্নত প্রযুক্তি-ভিত্তিক কাউন্টার-ড্রোন সিস্টেম ব্যবহার করে ড্রোনগুলিকে লক্ষ্যভ্রষ্ট ও ধ্বংস করে দেয়। এই ঘটনাটি প্রমাণ করে, ভারতীয় সেনা এখন ড্রোনের মতো হালকা ও জটিল হাওয়াই হুমকির বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

সেনার শক্তি নিয়ে বার্তা

এই বড় মাপের প্রতিরক্ষা অভিযান কেবল একটি সফল অপারেশন নয়, বরং এটি পাকিস্তানকে স্পষ্ট বার্তা — ভারতের আকাশ এখন কঠোর পাহারায়। সেনার হাতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ, যা শত্রুর যেকোনো চক্রান্ত ব্যর্থ করে দিতে সক্ষম।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।