কাশ্মীরের উদ্দেশে রওনা দেওয়ার পথে ভয়ঙ্কর দুর্যোগের কবলে পড়ল একটি Indigo বিমান। তাতে ছিলেন তৃণমূলের পাঁচ সাংসদ—ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মানস ভুঁইয়া এবং মমতাবালা ঠাকুর। মাঝ আকাশে প্রবল ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের মধ্যে পড়ে বিমানের সামনের অংশ কার্যত উড়ে যায়।
বিমানের সামনের অংশ ছিঁড়ে গেল, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে
দিল্লি থেকে শ্রীনগরগামী Indigo 6E2142 বিমানটি প্রবল ঝাঁকুনিতে পড়ে। শিলাবৃষ্টির ধাক্কায় বিমানের নাকের অংশ তুবড়ে যায়, যার ছবি সামনে আসতেই আতঙ্ক আরও ছড়িয়েছে। বিমানটিতে ছিলেন মোট ২২৭ জন যাত্রী। বিমানের ভিতর যাত্রীদের চিৎকার, প্রার্থনা ও আতঙ্কের মুহূর্ত ভিডিওতে ধরা পড়েছে।
“মৃত্যুকে এত কাছ থেকে দেখিনি কখনও” — বললেন সাগরিকা ঘোষ
সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “মনে হচ্ছিল সব শেষ। সকলে চিৎকার করছিলেন, প্রার্থনা করছিলেন। চোখেমুখে ভয় ফুটে উঠেছিল। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।” তিনি বিমানচালককে ধন্যবাদ জানান, যাঁর দক্ষতায় সবাই প্রাণে বেঁচে ফিরলেন।
সফল অবতরণ, তদন্তে নেমেছে সংস্থা
দুর্যোগের পরিস্থিতিতে পাইলট দ্রুত যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। অবশেষে বিমানটি সুরক্ষিতভাবে শ্রীনগরে অবতরণ করে। Indigo-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সমস্ত যাত্রী নিরাপদে আছেন, বিমানটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।