TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Aadhaar Card : তৎকাল টিকিট আর সবার জন্য নয়? আধার না থাকলে হাতছাড়া হবে সুযোগ!

ভারতীয় রেল বড় পদক্ষেপ নিচ্ছে তৎকাল টিকিট বুকিংয়ে। আধার যাচাই না করলে বন্ধ হতে পারে IRCTC অ্যাকাউন্ট! নতুন নিয়ম জানুন বিস্তারিত।

Debapriya Nandi Sarkar

Aadhaar Card : তৎকাল টিকিট মানেই প্রয়োজনের সময় ঝটপট যাত্রার সুযোগ। তবে এবার সেই ‘তৎকাল’ সুবিধা আর সবার জন্য থাকছে না! ভারতীয় রেল জানিয়ে দিল, আধার যাচাই না করলে আপনার IRCTC অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে—আর তৎকাল টিকিট তো ছুঁতেও পারবেন না। এই নতুন নিয়মে কার্যত বিপাকে পড়েছেন লক্ষাধিক যাত্রী।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কাদের জন্য বাধ্যতামূলক এই নতুন নিয়ম?

বর্তমানে IRCTC-তে রয়েছে ১৩ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী, কিন্তু মাত্র ১.২ কোটি অ্যাকাউন্ট আধার-যাচাইকৃত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, “শুধু প্রকৃত যাত্রীদের জন্য তৎকাল টিকিট নিশ্চিত করতেই এই পদক্ষেপ।” এমনকি প্রায় ২০ লক্ষ অ্যাকাউন্টকে সন্দেহজনক বলেও চিহ্নিত করেছে রেল।

এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের প্রথম ১০ মিনিট শুধু আধার-লিঙ্কযুক্ত অ্যাকাউন্টের জন্য বরাদ্দ থাকবে। অথচ এতদিন পর্যন্ত কেউই এই শর্ত মানতে বাধ্য ছিলেন না।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

অনলাইনই শুধু নয়, কাউন্টারেও লাগবে আধার

শুধু IRCTC ওয়েবসাইটে নয়, শোনা যাচ্ছে কাউন্টার থেকেও তৎকাল টিকিট কিনতে হলে আধার যাচাই বাধ্যতামূলক করা হতে পারে। অর্থাৎ রেলের সুরক্ষিত টিকিট ব্যবস্থা গড়তে এবার ডিজিটাল পরিচয়পত্র ছাড়া কার্যত অচল IRCTC!

OTP ছাড়া আর কিছুই চলবে না

যে অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকবে, তাদের ক্ষেত্রেই তৎকাল টিকিট বুকিংয়ের সময় মোবাইলে আসবে OTP। সেই OTP যাচাই করেই মিলবে টিকিট। অন্যদিকে যাদের অ্যাকাউন্ট আধার যাচাইকৃত নয়, তাদের IRCTC অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে যাত্রীদের মধ্যেই উঠছে নানা প্রশ্ন। অনেক প্রবীণ যাত্রী বা গ্রামীণ ব্যবহারকারী যাঁদের আধার লিঙ্ক বা OTP ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত নন, তাঁদের যাত্রা কি এবার থমকে যাবে।

রেলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা

IRCTC ইতিমধ্যে অনুরোধ জানিয়েছে—যত তাড়াতাড়ি সম্ভব আধার যাচাই করিয়ে ফেলুন। কারণ একবার অ্যাকাউন্ট বন্ধ হলে, নতুন করে টিকিট কাটতে গেলে আবার পুরো প্রক্রিয়া শুরু করতে হবে। রেলমন্ত্রীর কথায়, “এই নিয়ম চালু হলে যাঁদের সত্যিকারের প্রয়োজন, তাঁরাই আগে টিকিট পাবেন। দালাল বা অবৈধ চক্রের রাশ টানতেই এই পদক্ষেপ।”

উল্লেখ্য, তৎকাল টিকিটে ট্রেন ধরার আশায় যারা দিন গুনছেন, তাদের জন্য এটা যেন আগাম সতর্কবার্তা। আধার যাচাই না থাকলে আপনি আর ‘তৎকাল’ যাত্রী নন—এই কথা যেন মনে রাখেন। আপনি কী এখনও আধার যাচাই করেননি? তাহলে আজই করুন, নয়তো ট্রেন চলে যাবে—আপনি প্ল্যাটফর্মেই পড়ে থাকবেন!

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।