LIC : গ্রাম মানেই পিছিয়ে পড়া, এই ধারণা ভাঙতে এক বড় পদক্ষেপ নিল ভারতের বৃহত্তম বিমা সংস্থা LIC। আর তারই অংশ হিসেবে চালু করা হল ‘বিমা সখী’ প্রকল্প—যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মহিলারা চাকরি, প্রশিক্ষণ এবং অর্থ উপার্জনের সুযোগ পাবেন একইসঙ্গে। প্রকল্পটির সূচনা হয়েছিল ২০২৪ সালের ৯ ডিসেম্বর, আর এখন তা গ্রামবাংলার দরজায় পৌঁছে গিয়েছে।
কী এই বিমা সখী প্রকল্প?
বিমা সখী প্রকল্প মূলত মহিলাদের জন্য একটি স্বনির্ভরতার পথচিত্র। এখানে LIC প্রত্যন্ত ও আধা-শহর এলাকার মহিলাদের বেছে নিচ্ছে, যাঁরা হয়ে উঠবেন বিমা এজেন্ট। প্রশিক্ষণের সময় থেকেই মিলছে মাসিক স্টাইপেন্ড। অর্থাৎ শিক্ষা এবং উপার্জন—দুটোই একসঙ্গে।
এছাড়া প্রশিক্ষণ শেষে মিলছে সরকারি স্বীকৃতি ও এজেন্ট কোড—যার সাহায্যে মহিলারা ভবিষ্যতে পূর্ণাঙ্গ বিমা এজেন্ট হিসাবে কাজ করতে পারবেন।
কত টাকা পাওয়া যাবে? একনজরে হিসেব
এই প্রকল্পে ৩ বছরের জন্য ধাপে ধাপে আর্থিক সহায়তা দেওয়া হয়:
- প্রথম বছর: ₹৭,০০০ × ১২ মাস = ₹৮৪,০০০
- দ্বিতীয় বছর: ₹৬,০০০ × ১২ মাস = ₹৭২,০০০
- তৃতীয় বছর: ₹৫০০ × ১২ মাস = ₹৬,০০০
মোট স্টাইপেন্ড = ₹১,৬২,০০০
এর সঙ্গে যুক্ত হয় পলিসি বিক্রির উপর নির্ভর করে প্রথম বছরেই কমিশন বাবদ ₹৪৮,০০০ পর্যন্ত উপার্জনের সম্ভাবনা। অর্থাৎ সব মিলিয়ে মোট আয় ₹২,১০,০০০—তা-ও নিজ গ্রামেই থেকে!
প্রশিক্ষণের পর কী সুবিধা?
যাঁরা এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করবেন, তাঁদের দেওয়া হবে LIC-এর তরফে সরকারি সার্টিফিকেট ও এজেন্ট আইডি কোড। এর ফলে তাঁরা নিজের এলাকায় থেকেই শুরু করতে পারবেন জীবন বিমা পরিষেবার কাজ।
এই চাকরি শুধু একটি উপার্জনের মাধ্যম নয়—বরং গ্রামে বসবাসকারী মহিলাদের সামাজিক মর্যাদা, আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের সুযোগ এনে দিচ্ছে।
কে কে আবেদন করতে পারবেন?
এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ ও আধা-শহরের মহিলারা। কোনও উচ্চশিক্ষা বাধ্যতামূলক নয়, তবে মৌলিক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং বয়স হতে হবে ১৮ বছরের বেশি। যাঁরা স্বাবলম্বী হতে চান, নিজের পরিচয়ে পরিচিত হতে চান—তাঁদের জন্য এই প্রকল্প হতে পারে জীবনের মোড় ঘোরানোর সুযোগ।
আবেদন করার প্রক্রিয়া কী?
‘বিমা সখী’ প্রকল্পে যোগ দিতে হলে যেতে হবে LIC-এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানেই পাওয়া যাবে আবেদনপত্র। চাইলে নিকটবর্তী LIC অফিসেও সরাসরি গিয়ে বিস্তারিত জানা ও আবেদন করা যাবে।
ঘর থেকে নয়, এবার গ্রাম থেকেই তৈরি হোক ভবিষ্যৎ
আজ যখন শহরের চাকরি পেতে গেলে লাগে লাখ টাকা ঘুষ, সেই সময় গ্রামে বসেই LIC যে প্রকল্পটি এনেছে, তা সত্যিই যুগান্তকারী। সরকার ও LIC-এর এই যৌথ উদ্যোগ শুধু মহিলাদের চাকরি দেবে না, বরং পরিবারের আর্থিক কাঠামোকেও শক্তিশালী করবে।
যাঁরা নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগোতে চান, তাঁদের জন্য এই প্রকল্প শুধুই একটি সুযোগ নয়—একটি নতুন জীবনের শুরু।