২০২৬ সালের বিধানসভা নির্বাচন এখনও প্রায় বছর খানেক দূরে। কিন্তু তার প্রস্তুতি যে এখনই পুরোদমে শুরু হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। কেন্দ্র ও রাজ্য—দুই পক্ষই রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে। মে-জুন মাসে রাজ্যে পা রাখছেন দেশের দুই প্রধান রাজনৈতিক মুখ—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা পদক্ষেপে নামছে তৃণমূলও।
মে-র শেষে রাজ্য সফরে প্রধানমন্ত্রী
বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের মূল কেন্দ্র আলিপুরদুয়ার। সেখানেই প্রশাসনিক বৈঠক এবং একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, সভা থেকেই ছাব্বিশের ভোটের মঞ্চে বিজেপির প্রস্তুতি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
অমিত শাহ আসছেন একত্রিশে মে
মোদি সফরের কয়েকদিনের মধ্যেই ৩১ মে রাজ্যে আসছেন অমিত শাহ। তাঁর সফর দুই ভাগে বিভক্ত—একদিকে রয়েছে প্রশাসনিক কর্মসূচি, অন্যদিকে দলীয় সাংগঠনিক বৈঠক। ১ জুন সকালে তিনি যাবেন বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি সরকারি কর্মসূচিতে। বিকেলে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
পাল্টা প্রস্তুতিতে তৃণমূল
বিজেপির সক্রিয়তাকে নজরে রেখেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। সূত্রের খবর, আগামী নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই সাংগঠনিক রদবদল শুরু হয়েছে। বেশ কয়েকটি জেলায় জেলা সভাপতির পরিবর্তন করা হয়েছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রাজ্যজুড়ে সফর শুরু করছেন।
রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে রাজ্যে
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনঘন রাজ্য সফর এবং তৃণমূলের পাল্টা রণকৌশল, সব মিলিয়ে বাংলার রাজনীতিতে তাপমাত্রা এখন থেকেই চড়ছে। ভোটের এখনও সময় থাকলেও মাঠ যে এখন থেকেই গরম হয়ে উঠছে, তা স্পষ্ট।