TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

বাংলার ভোট যুদ্ধ শুরু! মে-জুনে রাজ্যে মোদি-শাহ, পাল্টা রণকৌশলে তৃণমূল

২০২৬ বিধানসভা ভোটের প্রস্তুতিতে মোদি-শাহের সফর ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। পাল্টা প্রস্তুতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলও নামছে রণাঙ্গনে।

Debapriya Nandi Sarkar

২০২৬ সালের বিধানসভা নির্বাচন এখনও প্রায় বছর খানেক দূরে। কিন্তু তার প্রস্তুতি যে এখনই পুরোদমে শুরু হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। কেন্দ্র ও রাজ্য—দুই পক্ষই রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে। মে-জুন মাসে রাজ্যে পা রাখছেন দেশের দুই প্রধান রাজনৈতিক মুখ—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা পদক্ষেপে নামছে তৃণমূলও।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

মে-র শেষে রাজ্য সফরে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের মূল কেন্দ্র আলিপুরদুয়ার। সেখানেই প্রশাসনিক বৈঠক এবং একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, সভা থেকেই ছাব্বিশের ভোটের মঞ্চে বিজেপির প্রস্তুতি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

অমিত শাহ আসছেন একত্রিশে মে

মোদি সফরের কয়েকদিনের মধ্যেই ৩১ মে রাজ্যে আসছেন অমিত শাহ। তাঁর সফর দুই ভাগে বিভক্ত—একদিকে রয়েছে প্রশাসনিক কর্মসূচি, অন্যদিকে দলীয় সাংগঠনিক বৈঠক। ১ জুন সকালে তিনি যাবেন বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি সরকারি কর্মসূচিতে। বিকেলে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

পাল্টা প্রস্তুতিতে তৃণমূল

বিজেপির সক্রিয়তাকে নজরে রেখেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। সূত্রের খবর, আগামী নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই সাংগঠনিক রদবদল শুরু হয়েছে। বেশ কয়েকটি জেলায় জেলা সভাপতির পরিবর্তন করা হয়েছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রাজ্যজুড়ে সফর শুরু করছেন।

রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে রাজ্যে

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনঘন রাজ্য সফর এবং তৃণমূলের পাল্টা রণকৌশল, সব মিলিয়ে বাংলার রাজনীতিতে তাপমাত্রা এখন থেকেই চড়ছে। ভোটের এখনও সময় থাকলেও মাঠ যে এখন থেকেই গরম হয়ে উঠছে, তা স্পষ্ট।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।