আজ বিকেল ৫টায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন ঘিরে উত্তেজনা চরমে। ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, “চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫ টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, নবান্নে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন।”
এই ঘোষণার পরই রাজ্যজুড়ে জল্পনা শুরু হয়েছে—চাকরি হারানো হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ কি এবার বদলাতে চলেছে? সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষা মহল।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এই ঘোষণা
সম্প্রতি চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের মামলা নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ীই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন বলে জানা যাচ্ছে। আদালতের রায় প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়—এবার হয়তো রাজ্য সরকার নতুন করে কোনও সিদ্ধান্ত নেবে। আর সেই সম্ভাবনাকেই উস্কে দিলেন মুখ্যমন্ত্রী নিজে।
সিদ্ধান্ত কি আসছে? আশায় চাকরিহারারা
চাকরিহারা হাজার হাজার প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন ধরেই রাস্তায় নেমে আন্দোলন করছেন। আদালতের নির্দেশে চাকরি চলে যাওয়ার পর অনেকে আর্থিক সংকটে পড়েছেন, কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক সম্মেলন নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে।
তবে কী ঘোষণা আসতে চলেছে? ফের চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে কি? নাকি নতুন কোনও সমাধানসূত্র তৈরি হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে এখন সবার চোখ বিকেলের দিকে।
রাজনৈতিক দিক দিয়েও তাৎপর্যপূর্ণ
এটা শুধু শিক্ষক সমাজেরই সমস্যা নয়, রাজনৈতিক দিক দিয়েও এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক সম্মেলন পরিষ্কার করে দিচ্ছে—রাজ্য সরকার শিক্ষা ও কর্মসংস্থানের ইস্যুতে আর ঝুঁকি নিতে চাইছে না।
আজকের এই সাংবাদিক সম্মেলনে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেটাই এখন রাজ্য রাজনীতির অন্যতম জ্বলন্ত প্রশ্ন।