TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

OTT : ভয়, রহস্য আর বাস্তবের টানাপোড়েনে জমজমাট OTT সপ্তাহ! দেখে নিন জুনের ১১টি নতুন রিলিজ এক নজরে

এই সপ্তাহের OTT রিলিজ তালিকা নিয়ে হাজির ১১টি নতুন ও মনকাড়া সিনেমা ও সিরিজ, যা আপনাকে নিয়ে যাবে নাটক, থ্রিলার, বাস্তব ট্র্যাজেডি ও ফ্যান্টাসির দুনিয়ায়।

Debapriya Nandi Sarkar

OTT : OTT-প্রেমীদের জন্য এই সপ্তাহটি হতে চলেছে একেবারে বিনোদনে ঠাসা। Netflix, Prime Video, Hotstar ও Apple TV+ মিলিয়ে এসেছে একগুচ্ছ ভিন্ন স্বাদের সিরিজ ও সিনেমা—রহস্য, রোমাঞ্চ, বাস্তব ট্র্যাজেডি থেকে শুরু করে হিউমার ও সায়েন্স ফিকশন সবই রয়েছে তালিকায়।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

Families Like Ours (Netflix, June 10)

ডেনমার্কের ভবিষ্যৎ ডুবে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের নিচে। এই জলবায়ু বিপর্যয়ের পটভূমিতে তৈরি একটি হৃদয়বিদারক ড্রামা, যেখানে স্কুলপড়ুয়া লরা তাঁর ছিন্নভিন্ন পরিবার ও প্রেমিকের টানাপোড়েনে পড়ে। বাস্তবভিত্তিক চিত্রায়নে সিরিজটি ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

Trainwreck: The Astroworld Tragedy (Netflix, June 10)

২০২১ সালে Travis Scott-এর Astroworld কনসার্টে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে নির্মিত এই ডকুমেন্টারি চমকে দেয়। লাইভ ফুটেজ, জরুরি ফোন কলের অডিও ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে ধরা পড়েছে সেই বিভীষিকার রাত। উৎসবের নামে অব্যবস্থার ভয়ংকর পরিণতি তুলে ধরে এটি।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

Padakkalam (JioHotstar, June 11)

একটি কলেজের পটভূমিতে দাঁড়িয়ে এই মালয়ালম কমেডি-থ্রিলারে আছে ভূতের উপদ্রব, শরীর বদলের কৌশল ও ব্ল্যাক ম্যাজিক। এক শিক্ষকের কেরিয়ার নিয়ে দোটানায় শুরু হয় অলৌকিক ঘটনা আর হাসির দমক।

Our Times (Netflix, June 11)

একটি সময়ভ্রমণ-নির্ভর স্প্যানিশ রোমান্টিক কমেডি যেখানে ১৯৬৬ সালের এক যুগল হঠাৎ করেই এসে পড়ে ২০২৫-এর আধুনিক পৃথিবীতে। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও নতুন মূল্যবোধের ভিড়ে তাদের ভালবাসা টিকে থাকতে পারে কি?

Titan: The OceanGate Disaster (Netflix, June 11)

Titan সাবমেরিন দুর্ঘটনার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এক উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প কীভাবে নিরাপত্তাকে উপেক্ষা করে এক বিপর্যয়ে পরিণত হল—তা এই ডকু-ফিল্মে স্পষ্ট করে ধরা হয়েছে।

Deep Cover (Prime Video, June 12)

কল্পনাশক্তির জোরে অপরাধ দমন! Bryce Dallas Howard, Orlando Bloom ও Nick Mohammed একদল থিয়েটারকর্মী যারা হঠাৎই হয়ে পড়ে গোয়েন্দা, মিশে যায় অপরাধজগতের ভেতরে। বাস্তব ও অভিনয়—এই দুইয়ের সীমারেখা মিলিয়ে এক মজার এবং বিপজ্জনক যাত্রা।

FUBAR Season 2 (Netflix, June 12)

Arnold Schwarzenegger ও Monica Barbaro ফিরে এসেছেন তাদের বাবা-মেয়ে গুপ্তচর জুটিতে। এবার তাঁদের সামনে নতুন শত্রু, পুরনো প্রেম এবং এক গুপ্ত ইতিহাস। অ্যাকশন, হিউমার আর পারিবারিক নাটক একসঙ্গে চলেছে।

The Traitors (Prime Video, June 12)

Karan Johar পরিচালিত এই রিয়ালিটি শো-তে ২০জন সেলিব্রিটি—Faithful আর Traitor—দুই দলে ভাগ হয়ে খেলছেন বিশ্বাস আর প্রতারণার খেলা। পুরস্কার, ষড়যন্ত্র আর রোমাঞ্চে ভরপুর এই সিরিজে রয়েছেন Uorfi Javed, Raj Kundra, Raftaar, Jasmin Bhasin প্রমুখ।

Echo Valley (Apple TV+, June 12)

Julianne Moore ও Sydney Sweeney মুখোমুখি মা-মেয়ের দ্বন্দ্বে। এক রাত্রে মেয়ে ফিরল রক্তাক্ত অবস্থায়—সেই সঙ্গে খুলে গেল পুরনো কষ্ট আর গোপন সত্যের দ্বার। মনস্তাত্ত্বিক থ্রিলার প্রেমীদের জন্য মাস্ট-ওয়াচ।

Kings of Jo’Burg Season 3 (Netflix, June 13)

জোহানেসবার্গের এক অপরাধ সম্রাজ্যে ফিরলেন Mo Masire, এবার তাঁর সামনে শুধুই মানব শত্রু নয়—আছে অতিপ্রাকৃত অভিশাপও। এই আফ্রিকান থ্রিলার সিরিজে রয়েছে রাজনীতি, রহস্য আর রক্তাক্ত সংঘর্ষ।

Rana Naidu Season 2 (Netflix, June 13)

Rana Daggubati ও Venkatesh Daggubati-র নায়ক ও প্রতিদ্বন্দ্বী চরিত্রে কামব্যাক। পারিবারিক সংঘাত, পেশাগত বিপদ আর নতুন শত্রুর মোকাবিলায় এবারে গল্প আরও গা ছমছমে।

উল্লেখ্য, বিনোদনের এই দুনিয়ায় এবার আপনি বেছে নিন কোন জেনার আপনার পছন্দ—ডকুমেন্টারি, থ্রিলার, কমেডি, রিয়ালিটি শো না কি সায়েন্স ফিকশন?

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।