বুধবার গভীর রাতে ভারতের একাধিক শহরে মিসাইল হামলার চেষ্টা চালায় পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি লক্ষ্য ছিল পাকিস্তানের। কিন্তু তাদের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ করে দেয় ভারতের S-400 সিস্টেম ও এয়ার ডিফেন্স গ্রিড।
আতঙ্কে কাঁপছে পাকিস্তান
পাল্টা প্রতিরোধে ভারতের তরফে টার্গেট করা হয় পাকিস্তানের রাডার ও এয়ার ডিফেন্স ইউনিট। সেনা সূত্রে খবর, লাহোরের গুরুত্বপূর্ণ রাডার ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। সেই সঙ্গে রাওয়ালপিণ্ডি এবং ইসলামাবাদে রাতভর শোনা যায় একাধিক বিস্ফোরণের শব্দ। সকাল হতেই ইসলামাবাদে বাজতে থাকে সতর্কতা সাইরেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
মার্কিন কনস্যুলেটের সতর্কতা, নাগরিকদের সরে যেতে অনুরোধ
এই পরিস্থিতিতে লাহোরে মার্কিন কনস্যুলেট জারি করেছে জরুরি সতর্কতা। কনস্যুলেট সূত্রে খবর, লাহোরের আকাশসীমায় একাধিক ড্রোনের গতি লক্ষ্য করা গিয়েছে, যেগুলির মধ্যে কিছু বিস্ফোরণ ঘটিয়েছে, কিছু আবার গুলি করে নামানো হয়েছে। সেই কারণে লাহোর বিমানবন্দর সংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। মার্কিন নাগরিকদেরও অনুরোধ করা হয়েছে এলাকা খালি করতে।
আন্তর্জাতিক স্তরেও দানা বাঁধছে উদ্বেগ
যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনায় আন্তর্জাতিক মহলেও বাড়ছে চাপ। ভারত-পাকিস্তান দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়, ফলে সংঘর্ষ আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে কূটনৈতিক মহল। চিন, আমেরিকা ও রাশিয়ার তরফে নজরদারি শুরু হয়েছে পরিস্থিতির উপর।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। তারপর থেকেই উত্তেজনার পারদ চড়ে। সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর অংশ হিসেবে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক স্ট্রাইক চালিয়েছে। তারই পাল্টা দিতে গিয়ে ফের মার খেল পাকিস্তান।