সম্প্রতি ভয়ংকর পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে ‘ইন্ডিয়ান আইডল ১২’ জয়ী গায়ক পবনদীপ রাজন। বিশেষ্য সূত্র মারফত জানা যায়, উত্তরপ্রদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়ির দুর্ঘটনা ঘটে। গায়কের দুই পায়ে ও মাথায় গুরুতর আঘাত লাগে। সোমবারের এই দুর্ঘটনার পর টানা ছ’ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার চলে। বর্তমানে তিনি আইসিইউ-তে ভর্তি।
এখন কেমন আছেন পবনদীপ?
মঙ্গলবার সকালে গায়কের টিম ইনস্টাগ্রামের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে জানায়, পবনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে প্রথমে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হলেও পরে দিল্লি একটি বড় হাসপাতালে রেফার করা হয়। তাঁর শরীরে একাধিক স্থানে বড় ফ্র্যাকচার হয়েছে।
কি বলছে গায়কের পরিবার?
গায়কের পরিবারের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে পরিবারের সবাই গভীর উদ্বেগে রয়েছেন। তাঁরা পবনদীপের ভক্তদের ধন্যবাদ জানিয়েছে তাঁদের প্রার্থনা ও সহানুভূতির জন্য। গায়ক এর পরিবার পবন দ্বীপের দ্রুত সুস্থ কামনা করে সকলের কাছে প্রার্থনার আবেদনও করেছে।
দুর্ঘটনার সময় কী ঘটেছিল?
জানা গিয়েছে, দিল্লি হয়ে আমেদাবাদে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল পবনের। রওনা দেবার কিছুক্ষণের মধ্যেই তাঁর গাড়িটি দুর্ঘটনায় পড়ে। প্রচণ্ড ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর পবনদীপ কিছুক্ষণ অচেতন অবস্থায় ছিলেন। আপাতত সঙ্কট কাটলেও নজরে রাখা হচ্ছে
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সঙ্কটজনক অবস্থা কেটেছে। তবে সম্পূর্ণভাবে সুস্থ হতে সময় লাগবে। তিনি কত দ্রুত মঞ্চে ফিরতে পারবেন, তা এখনই বলা সম্ভব নয়।