চাকরি না থাকলেও বিয়ে করতে আর চিন্তা নেই। মাসিক ইনকামের কোন চিন্তা ছাড়াই যাতে আপনি নিশ্চিন্তে বিয়ে করতে পারেন, সেই সুযোগ এবার এনে দিয়েছে পোস্ট অফিস। পোস্ট অফিস সম্প্রতি এমন এক স্কিম এনেছে, যেখানে একবার টাকা রাখলেই প্রতি মাসে নিশ্চিত আয়, তাও আবার একেবারে সরকারি সুরক্ষা সহ।
এই স্কিমের নাম পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (POMIS)। দম্পতিদের জন্য এই স্কিম একেবারে আদর্শ। কারণ, যৌথ অ্যাকাউন্ট খুললে আপনি আর আপনার সঙ্গী দুজনেই আয় করতে পারবেন, তাও প্রতি মাসে। আসুন স্কিমটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক!
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প স্কিমে কত টাকা দিয়ে একাউন্ট খোলা যাবে?
এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে লাগবে কমপক্ষে ১০০০ টাকা। এরপর আপনি ১০০০ টাকার গুণিতকে টাকা জমা করতে পারেন। যৌথ অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন।
মাসে কত টাকা হাতে আসবে?
বর্তমানে এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ। তাহলে যদি কেউ ১৫ লক্ষ টাকা যৌথ অ্যাকাউন্টে রাখেন, তাহলে বছরে আয় হবে ১,১১,০০০ টাকা। মানে মাসে হাতে আসবে ৯,২৫০ টাকা। যদি ৯ লক্ষ টাকা রাখেন, তাহলে মাসে ৫,৫৫০ টাকা পাবেন। এই টাকাটা সরাসরি চলে আসবে আপনার অ্যাকাউন্টে। আর চাইলে এই টাকা তোলাও যাবে, আবার চাইলে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে রেখে আরও সুদও পেতে পারেন।
কেন এত জনপ্রিয় এই স্কিম?
এই প্রকল্প একদম সরকারি অনুমোদিত, ফলে কোনও ঝুঁকি নেই। যারা নিরাপদে টাকা রাখতে চান, মাসে নিয়ম করে আয় পেতে চান, তাঁদের জন্য এটা দারুণ একটা পথ। স্কিমটির মেয়াদ ৫ বছর। তবে চাইলে পরে আরও ৫ বছর বাড়িয়ে নেওয়া যায়।
কে কে এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন?
এই স্কিমের আওতায় যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে। একক বা যৌথ একাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ তিন জনের একসাথে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। ১০ বছর বয়সী কোনও নাবালকের জন্য তার অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারবে।
বিঃদ্রঃ আজকের দিনে, যেখানে সবকিছুর দাম বাড়ছে, তখন এমন একটা নিরাপদ, নিশ্চিত আয়ের পথ সত্যিই স্বস্তিদায়ক। দম্পতিরা যদি যৌথভাবে একটু সঞ্চয় করেন, তাহলে প্রতি মাসে একটা নিশ্চিন্ত আয় ঘরে আসবেই।