TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Preity Zinta : হারতে হারতেও কোটিপতি! ৩৫ কোটির লোকসানে আয় হল ৩৫০ কোটি, কীভাবে বাজিমাত করলেন প্রীতি জিন্টা?

২০২৫-এর আইপিএল ফাইনালে হেরে গেল পঞ্জাব কিংস, তবুও ৩৫০ কোটি টাকার বিপুল আয় প্রীতি জিন্টার! কীভাবে এই অঙ্ক পৌঁছাল এতদূর? জানুন তাঁর বিনিয়োগ, সম্পত্তি ও ফের বলিউডে ফেরা নিয়ে বিস্তারিত।

Debapriya Nandi Sarkar

Preity Zinta : ২০২৫ সালের আইপিএল ফাইনালে শিরোপা জয়ের স্বপ্ন ধুলিসাৎ হয়েছে পঞ্জাব কিংস ইলেভেন-এর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাজয়ের পর ৩৫ কোটি টাকার লোকসান হয়েছে মালিকপক্ষের অন্যতম মুখ প্রীতি জিন্টার। কিন্তু তাতেও দমে যাননি তিনি। বরং, লোকসানের দশ গুণ অর্থাৎ ৩৫০ কোটি টাকার আয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই বলিউড সুন্দরী। তবে প্রশ্ন উঠছে—হারেও এত লাভ কীভাবে?

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

২০০৮ সালের বিনিয়োগ, ২০২৫-এ রিটার্ন

২০০৮ সালে যখন আইপিএলের যাত্রা শুরু, তখন ৩৫ কোটি টাকার বিনিয়োগ করে পঞ্জাব কিংস ইলেভেন (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব)-এর ২৩ শতাংশ শেয়ার কিনেছিলেন প্রীতি জিন্টা।

আজ সেই শেয়ারের মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। কারণ, একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দলটির মূল্য ছিল ৯২৫ মিলিয়ন ডলার, এবং ২০২৪ সালে রেভিনিউ এসেছে ৬৬৪ কোটি টাকা, যার নেট প্রফিট ছিল ২৫২ কোটি টাকা। প্রীতির শেয়ারের দাম বেড়েছে প্রায় দশগুণ। অর্থাৎ, তিনি ফাইনাল হেরেও বিজয়ীর মতো আয় করেছেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

বিনিয়োগ নয়, অভিনয়েও ফেরার সময়

বলিউডের বহু হিট ছবির নায়িকা প্রীতি দীর্ঘদিন দূরে ছিলেন অভিনয় জগত থেকে। কিন্তু এখন আবার বড়পর্দায় ফিরছেন তিনি। রাজকুমার সন্তোষীর ছবি ‘লাহোর ১৯৪৭’-এ দেখা যাবে তাঁকে। জানা গেছে, এই ছবির জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

এছাড়াও, তাঁর নিজের একটি প্রোডাকশন হাউজ রয়েছে, যেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট প্রযোজনা করা হচ্ছে।

রিয়েল এস্টেট ও ব্র্যান্ড এনডোর্সমেন্ট

প্রীতির রোজগারের অন্যতম বড় উৎস হল রিয়েল এস্টেট এবং বিজ্ঞাপন। মুম্বইয়ের পালি হিলে তাঁর একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার বাজারদর প্রায় ১৭ কোটি টাকা। সিমলাতে রয়েছে একটি ব্যক্তিগত বাড়ি, দাম ১ কোটি টাকার কাছাকাছি। গাড়ির তালিকাতেও রয়েছে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউসহ একাধিক বিলাসবহুল গাড়ি, যেগুলোর দাম ৫৮ লক্ষ থেকে ১.৩২ কোটি টাকা পর্যন্ত। এছাড়া, কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন করলে তিনি নেন প্রতি চুক্তিতে ২ কোটি টাকা পর্যন্ত।

ব্যক্তিগত জীবনেও স্থিতিশীলতা

২০১৬ সালে তিনি বিয়ে করেন আমেরিকান বংশোদ্ভূত জিন গুডএনাফ-কে এবং বর্তমানে তাঁরা আমেরিকাতেই থাকেন। তবে ব্যবসা ও ফিল্মের টানে বারবার ভারতে আসেন প্রীতি।

বর্তমান সম্পদের পরিমাণ কত?

সবমিলিয়ে প্রীতি জিন্টার বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮৩ কোটি টাকা (শুধুমাত্র বলিউড ও এনডোর্সমেন্ট বাদে)। যদি পঞ্জাব কিংস-এর শেয়ারের বর্তমান বাজারমূল্য, রিয়েল এস্টেট ও গাড়ির মালিকানা ধরা হয়, তবে এই অঙ্ক ৫০০ কোটির গণ্ডিও ছুঁতে পারে।

উল্লেখ্য, একটা সময় বলিউডে রাজত্ব করলেও, প্রীতি জিন্টা আজ নিজেকে একাধারে সফল বিনিয়োগকারী, নারী উদ্যোক্তা এবং আবারও ফিরে আসা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। হার মানেননি তিনি, বরং হারকে ব্যবহার করেছেন নতুন উচ্চতায় পৌঁছানোর সিঁড়ি হিসেবে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।