গত ক’দিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর সঙ্গে হালকা-মাঝারি বৃষ্টির খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন রাজ্যবাসী। কিন্তু সেই স্বস্তির দিন শেষ! হাওয়া অফিস জানাচ্ছে, আজ, অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের একবার শুরু হতে চলেছে তীব্র গরম।
ফের তাপপ্রবাহের সতর্কতা
আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চরম গরমের অনুভব দেখা যাবে। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে ৩৮ ডিগ্রি ছাড়িয়ে ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া—এই পাঁচ জেলায় ইতিমধ্যেই ‘হলুদ সতর্কতা’ জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতাসহ গাঙ্গেয় দক্ষিণে হাঁসফাঁস পরিস্থিতি
শুধু পশ্চিমের জেলাগুলিই নয়, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পরিস্থিতি উদ্বেগজনক। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া—এই সব এলাকায় তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতাজনিত হাঁসফাঁস গরমে ভোগান্তি চরমে উঠবে। আবহাওয়াবিদদের মতে, শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা আরও ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
উত্তরবঙ্গে ঠিক উল্টো ছবি
এদিকে, উত্তরবঙ্গে একেবারে ভিন্ন চিত্র। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বেশ কয়েকটি জেলায় আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উল্লেখ্য, দক্ষিণবঙ্গ যখন তাপপ্রবাহে কাবু, তখন উত্তরবঙ্গে চলবে দুর্যোগপূর্ণ বৃষ্টি। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও দিয়েছে হাওয়া অফিস। এই এলাকাতেও ‘হলুদ সতর্কতা’ জারি রয়েছে।