আজ জ্যোতিষ শাস্ত্র বলছে অনেক কিছুই। কারো জীবনে বাধা আবার কারো জীবনে বয়ে আসে সৌভাগ্য। কেমন যাবে আজকে আপনার দিন? জানুন আপনার আজকের রাশিফল
মেষ – কাজের জায়গায় বড় কোনও দায়িত্বের ভার আসতে পারে আজ। অর্থ নিয়ে একটু ভেবেচিন্তে চলুন, তবে প্রেমে মিলবে শান্তি।
বৃষ – নতুন কোনও ব্যবসার দিকে ঝুঁকলে ভালো ফল আসবে। শরীর নিয়ে একটু সাবধানতা দরকার, হজমের সমস্যা হতে পারে।
মিথুন – কর্মক্ষেত্রে আপনি আজ সবার নজর কাড়তে পারেন। তবে পরিবারে দায়িত্ব বাড়বে, সেটা সামলাতে হবে বুঝে শুনে।
কর্কট – কোনও আত্মীয়ের কাছ থেকে আজ বড় সহায়তা পেতে পারেন। তবে শরীর খারাপ হলে অবহেলা না করে চিকিৎসা নিন।
সিংহ – কাজের জায়গায় নাম ডাক বাড়বে। অবিবাহিতদের জন্য আসতে পারে ভালো কোনও প্রস্তাব। আইনি ঝামেলা এড়িয়ে চলাই ভালো।
কন্যা – বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নিতে হতে পারে। চোখের দিকে বিশেষ নজর দিন। আজ কোনও ব্যবসার পার্টনারশিপে লাভ কম।
তুলা – ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। ভ্রমণে গেলে সাবধানে যান। বুদ্ধি দিয়ে অনেক জটিলতা সামাল দিতে পারবেন।
বৃশ্চিক – সংসার সুখের দিকে এগোবে। পরিবারের বড়দের দিকে নজর দিন, স্বাস্থ্য খারাপ হতে পারে।
ধনু – খরচ আজ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ঘরোয়া মতানৈক্য এড়িয়ে চলুন। জমি-বাড়ি সংক্রান্ত সুযোগ আসতে পারে।
মকর – গাড়ি নিয়ে ঝামেলা হতে পারে। পড়াশোনায় মন বসছে না কারও? একটুখানি বিরতি নিন। প্রেমে আজ আশার আলো।
কুম্ভ – আর্থিক দিকটা ভালোই যাবে, তবে অনেক কিছুর মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা চ্যালেঞ্জ হতে পারে।
মীন – কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। তবে বিশ্বাস করে ঠকবেন না, সাবধানে থাকুন।