সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ানোর পর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ক্ষোভ এবার দেখা গেল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ ফল বাজারে।
ব্যবসায়ীদের কড়া সিদ্ধান্ত—তুরস্কের পণ্য নিষিদ্ধ
সাহিবাবাদ ফল বাজার দেশের অন্যতম বড় ফল বাণিজ্য কেন্দ্র। সেখানকার ব্যবসায়ীরা রীতিমতো বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, তুরস্ক থেকে আর কোনও আপেল বা ফলের পণ্য আমদানি করা হবে না। তাদের দাবি, যারা ভারতের বিরোধিতা করে, তাদের সঙ্গে ব্যবসা করে দেশের ক্ষতি করার কোন মানেই হয় না।
দেশপ্রেমের বার্তা, অর্থনীতিতে প্রতিবাদ
ফল ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত নিছক ব্যবসায়িক নয়, বরং একপ্রকার প্রতিবাদও বটে। তারা বলছেন, দেশ যখন চাপে, তখন কোনওভাবেই এমন দেশের পণ্য গ্রহণ করা যায় না যারা পাকিস্তানের মতো সন্ত্রাসবাদে মদত দেওয়া দেশের পাশে দাঁড়ায়।
তুরস্কের পণ্য বর্জনের প্রভাব কী হতে পারে?
এই সিদ্ধান্তের পর বাজারে তুরস্কের আপেল বা অন্যান্য ফলের দাম পড়ে যেতে পারে। পাশাপাশি, ভারতীয় ও অন্যান্য দেশের ফলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যেও পড়তে পারে, এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের।
#WATCH | Ghaziabad, Uttar Pradesh | Following Turkey’s support for Pakistan amid recent tensions with India, the fruit traders of Sahibabad fruit market decided to boycott imports of apples and other products from Turkey. pic.twitter.com/MR0gmDvSQ1
— ANI (@ANI) May 14, 2025