TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

পদ্মার ঢেউয়ে সোনা! কত দর উঠলো? দাম শুনলে মাথা ঘুরে যাবে

পদ্মার তীরে মেলে সেরা ইলিশ, তবে এবার দাম যা উঠল তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। বিস্তারিত জেনে নিন।

Debapriya Nandi Sarkar

বর্ষা আসতে এখনও কিছুটা দেরি। কিন্তু তার আগেই পদ্মাপাড়ে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। বাংলাদেশের রাজবাড়ি জেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জালে উঠল এমন দুটো পেল্লাই সাইজের ইলিশ, যা দেখে চমকে গেছেন সবাই।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

মাছ দুটির ওজন কত ছিল?

জানা গেছে, প্রতিটা মাছের ওজন ছিল ১ কেজিরও বেশি। একসঙ্গে দুটো মাছের মোট ওজন দাঁড়ায় প্রায় ২ কেজি ৬০০ গ্রাম। এই বিশাল সাইজের ইলিশ ধরেছেন স্থানীয় মৎস্যজীবী কবির হালদার।

দাম শুনলে মাথা ঘুরে যাবে!

দুই ইলিশের দাম উঠেছে একেবারে ১০,৪০০ টাকা! প্রতি কেজি ৪ হাজার টাকা দরে এই মাছ কিনেছেন দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। হাটে নিলামের সময় চারপাশে ভিড় জমে গিয়েছিল মাছ দেখতে আর দর হাঁকতে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

এত চাহিদার কারণ কী?

সম্রাট শাহজাহান জানিয়েছেন, “বহুদিন পর এমন বড় সাইজের পদ্মার ইলিশ এসেছে। আশপাশের বাজারে এই মাছের প্রচণ্ড চাহিদা।” যদিও তিনি বলছেন, লাভ খুব একটা হবে না, তবু এমন মাছ পাওয়া মানেই ভাগ্যের ব্যাপার।

পশ্চিমবঙ্গে অপেক্ষা এখনও বাকি

যদিও পদ্মাপাড়ে উৎসব শুরু হয়ে গেলেও, এপার বাংলার ইলিশপ্রেমীদের এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। নামখানা, কাকদ্বীপ বা ফ্রেজারগঞ্জ থেকে এখনও তেমন বড় ইলিশ আসেনি। ফলে টাটকা ইলিশের স্বাদ পেতে এখনও ধৈর্য রাখতে হবে বাঙালিকে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।