TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Vastu Tips : ভাগ্য কি বারবার খারাপ যাচ্ছে? ঘরের এই ৬টি জিনিসই কি তার কারণ?

ঘরের মধ্যে থাকা কিছু নির্দিষ্ট জিনিস দারিদ্র্য ও দুর্ভাগ্যের কারণ হতে পারে! বাস্তুশাস্ত্র কী বলছে সেই নিয়েই বিস্তারিত প্রতিবেদন।

Debapriya Nandi Sarkar

Vastu Tips : জীবনে হঠাৎ করে বারবার সমস্যা আসছে? আর্থিক টানাপোড়েন, স্বাস্থ্যহানির মতো সমস্যাগুলো বারবারই ফিরে আসছে? এর পেছনে হয়তো কোনও দুষ্টগ্রহ বা ভাগ্যের চক্র নয়, বরং আপনার ঘরের ভেতরেই লুকিয়ে আছে সেই অভিশপ্ত কারণগুলো। বাস্তুশাস্ত্র বলছে, আমাদের বাসস্থানে থাকা কিছু নির্দিষ্ট জিনিস এতটাই নেতিবাচক প্রভাব ফেলতে পারে যে, তার প্রভাবে জীবন একেবারে থমকে যেতে পারে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ঘরে পজিটিভ এনার্জি ধরে রাখতে কোন জিনিসগুলি একেবারেই রাখা উচিত নয়—তা নিয়েই এই প্রতিবেদন।

বন্ধ হয়ে যাওয়া ঘড়ি: সময় থেমে যাওয়ার প্রতীক

ঘরে যদি কোনও ঘড়ি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকে, তাহলে সেটা সরিয়ে ফেলাই বাঞ্ছনীয়। বাস্তুশাস্ত্র মতে, বন্ধ ঘড়ি জীবনের গতি থামিয়ে দেয়। অর্থাৎ ব্যক্তি জীবনে স্থবিরতা, কর্মে বাধা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় ভাটার টান দেখা দিতে পারে। তাই বন্ধ ঘড়ি না শুধরে নিলে, সেটিকে অবিলম্বে ঘর থেকে সরিয়ে ফেলা উচিত।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

ভাঙা কাচ বা আয়না: দুর্ভাগ্যের আগমন বার্তা

ঘরের কোণায় পড়ে থাকা একটা ফাটা কাচ বা ভাঙা আয়না অনেক সময়েই চোখে পড়ে না। কিন্তু বাস্তুশাস্ত্রে এর গুরুত্ব অপরিসীম। বলা হয়, এইসব ভাঙা জিনিস ঘরে রাখলে তা দুর্ভাগ্যকে ডেকে আনে। পারিবারিক অশান্তি থেকে শুরু করে আর্থিক সংকট—সব কিছুর পিছনে লুকিয়ে থাকতে পারে এই নিরীহ দেখতে এক টুকরো ভাঙা কাচ।

মরচে ধরা ও ভাঙা জিনিস: নেতিবাচক শক্তির আধার

যেকোনও ধাতব জিনিসে মরচে পড়া বা ভাঙা গৃহসামগ্রী যেমন কাপ, প্লেট, হাঁড়ি—ঘরে নেতিবাচক শক্তির প্রবেশের পথ খুলে দেয়। এইসব পুরনো, ক্ষয়প্রাপ্ত সামগ্রী একদিকে যেমন সৌন্দর্যহানি ঘটায়, তেমনি মানসিক অশান্তি ও ক্লান্তিও বাড়ায়। বাস্তুশাস্ত্র বলছে, এই ধরনের জিনিস যত দ্রুত সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলাই শ্রেয়।

কাঁটাযুক্ত গাছপালা: অশুভ শক্তির টান

অনেকে শখ করে বাড়ির বারান্দা বা বাগানে কাঁটা থাকা গাছ যেমন ক্যাকটাস বা রোজ গাছ লাগিয়ে থাকেন। কিন্তু এই কাঁটাযুক্ত উদ্ভিদ বাস্তুশাস্ত্র মতে ঘরে অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায়। একই সঙ্গে, শুকিয়ে যাওয়া বা মৃত গাছও ঘরে রাখলে তা নেতিবাচক শক্তির আধার হয়ে ওঠে।

পুরনো ক্যালেন্ডার: অতীতের ভার বয়ে চলা

ঘরের দেওয়ালে ঝোলানো পুরনো বছরের ক্যালেন্ডার হয়তো আপনার নস্টালজিয়ায় ডুবিয়ে দেয়, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে—এটা সময়ের অগ্রগতিতে বাধা দেয়। পুরনো ক্যালেন্ডার ঘরে থাকলে তা জীবন থেকে নতুন সুযোগ ও সম্ভাবনার পথ বন্ধ করে দেয়।

আবর্জনা জমে থাকা: লক্ষ্মীর অপসারণ

বাড়ির কোনাকাঞ্চি, ছাদ বা বেসমেন্টে জমে থাকা পুরনো খবরের কাগজ, ভাঙা আসবাব, নষ্ট ইলেকট্রনিকস—সবই একরকম আবর্জনা। এগুলো শুধুমাত্র ঘরের সৌন্দর্য নষ্ট করে না, বরং বাস্তুশাস্ত্র মতে, এইসব জিনিস ঘরে থাকলে দেবী লক্ষ্মী বিরূপ হন। আর লক্ষ্মীর বিরাগ মানেই সংসারে আর্থিক সংকট ও অশান্তি।

উল্লেখ্য, বাস্তুশাস্ত্র শুধুমাত্র বিশ্বাস বা সংস্কার নয়, বরং এটি একটি প্রাচীন জ্ঞানবিজ্ঞান, যা যুগ যুগ ধরে মানুষের জীবনে সুখ ও শান্তি ফিরিয়ে এনেছে। অতএব, যদি আপনিও মনে করেন আপনার জীবনে কোনও এক অদৃশ্য বাধা কাজ করছে, তাহলে একবার নিজের ঘরটা ভাল করে দেখে নিন। আজই সরিয়ে ফেলুন এই ক্ষতিকর জিনিসগুলো—দেখবেন ধীরে ধীরে বদলে যাচ্ছে ভাগ্যচক্র।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।