পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মাঝেই নতুন করে বিতর্কে জড়ালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে লক্ষ্য করে শুরু হয় অনলাইন আক্রমণ। কিন্তু এই পরিস্থিতিতে শক্তপোক্ত বার্তা দিল সংসদের বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত স্থায়ী কমিটি—এককথায় জানানো হল, মিস্রির পাশে আছে গোটা কমিটি।
পাকিস্তান ইস্যুতে বৈঠক, উপস্থিত ছিলেন ২৪ জন এমপি
সোমবার এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর কথায়, তিন ঘণ্টার বৈঠকে রেকর্ড ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন, যা বিগত বৈঠকগুলির তুলনায় অনেক বেশি। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার পরিস্থিতি নিয়ে মিস্রি একটি বিশদ ব্রিফিং দেন সংসদীয় কমিটিকে।
‘অযথা আক্রমণের শিকার’, একজোট সমর্থন মিস্রির পাশে
বৈঠক শেষে থারুর সাংবাদিকদের জানান, বিদেশ সচিব যেভাবে দায়িত্ব নিয়ে তথ্য তুলে ধরেছেন, তা অত্যন্ত পেশাদার মানের ছিল। অথচ তাঁর বিরুদ্ধে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ চলছে, তা একেবারেই অযৌক্তিক। এই ঘটনার নিন্দায় একসঙ্গে মুখ খুলেছে কমিটির সব সদস্য।
রাজনৈতিক বিভাজন ভুলে কূটনীতিকের পাশে সংসদ
এই ধরনের ঘটনায় যেখানে প্রায়ই রাজনৈতিক মতানৈক্য সামনে চলে আসে, সেখানে সকল দলের সাংসদরা মিস্রির প্রতি একযোগে সমর্থন জানানোয় রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা গিয়েছে। কূটনীতির মতো সংবেদনশীল বিষয়ে সরকারের প্রতিনিধিদের উপর এমন অনলাইন আক্রমণ যে কতটা অনুচিত—তা যেন একপ্রকার সংসদীয় বার্তাই ছিল এই বিবৃতি।
উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে সেনা উত্তেজনার আবহে এই বৈঠক গুরুত্বপূর্ণ তো বটেই, তার চেয়েও বড় বিষয় হলো, রাষ্ট্রের প্রতিনিধির সম্মান রক্ষায় একসঙ্গে পথ চলল ভারতের রাজনৈতিক দলগুলি। এখন দেখার, এই বার্তা আরো বড় কোনো পরিসরে পৌঁছায় কি না।
Parliament’s Standing Committee on External Affairs on Monday unanimously condemned the trolling of Foreign Secretary Vikram Misri and praised him for his professional conduct. Misri was briefing the parliamentary panel, chaired by Congress MP Shashi Tharoor, on the… pic.twitter.com/DYsw7RtWrV
— Press Trust of India (@PTI_News) May 19, 2025