ওয়াকফ সংশোধনী আইনে যে মামলা চলছে সেটা শুনানি আর করবে না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। জানা গিয়েছে তিনি মামলাটি পাঠিয়ে দিয়েছেন বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে। এই প্রসঙ্গে তিনি বলেন যে, ‘এটা এমন একটা মামলা যেটার বিস্তারিত শুনানি দরকার, আর এই মুহূর্তে এই মামলার শুনানি দেওয়া তার পক্ষে সম্ভব নয়।’
ওয়াকফ সংশোধনী মামলা থেকে কেন সরে গেলেন প্রধান বিচারপতি?
কেন ওয়াকফ সংশোধনী মামলার বিচার করতে পারবেন না সঞ্জীব খান্না, এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন। সঞ্জীব খান্না জানান, তিনি আর মাত্র আট দিন সুপ্রিম কোর্টে আছেন। অবসরের আগে এত বড় মামলার পুরো শুনানি শেষ করা সম্ভব নয়। তাই সময় থাকতে মামলাটা তিনি তুলে দিলেন পরবর্তী প্রধান বিচারপতির হাতে।
দেশের পরবর্তী প্রধান বিচারপতি
সংশোধনী মামলাটি পাঠানো হয়েছে দেশের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে। প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়া পর তিনি এই মামলার শুনানি শুরু করবেন।
আইনজীবীদের মত
অনেক আইনজীবী মনে করছেন এই জটিল মামলা মাত্র কয়েকদিনের শেষ করার চেষ্টা একেবারে। সময় নিয়ে সব দিক খতিয়ে দেখে এই মামলার বিচার করাই বুদ্ধিমানের কাজ হবে। তাই প্রধান বিচারপতির এই পদক্ষেপ অনেকেই সঠিক সিদ্ধান্ত হিসেবেই নিচ্ছেন।