Jio : ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio আবারও বাজার কাঁপাতে হাজির! মাত্র ৫১ টাকায় তারা আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে। কিন্তু এই অফারের পেছনে রয়েছে একাধিক শর্ত—যা জানলে চমকে উঠবেন আপনিও।
কী আছে এই ৫১ টাকার প্ল্যানে?
এই নতুন ডেটা অ্যাড-অন প্ল্যানটি মূলত এমন গ্রাহকদের জন্য তৈরি, যারা আগে থেকেই Jio-র ১.৫ জিবি দৈনিক রিচার্জ প্ল্যান ব্যবহার করছেন। ৫১ টাকা মূল্যের এই প্ল্যানটি সেই মূল প্ল্যানের সঙ্গে সংযুক্ত করতে হবে। তখনই আপনি পেয়ে যাবেন এই অফুরন্ত ইন্টারনেটের সুবিধা।
4G বনাম 5G গ্রাহকদের জন্য পার্থক্য
এই প্ল্যানে সবচেয়ে বড় চমক হল—4G গ্রাহকরা পাবেন মাত্র ৩ জিবি ডেটা, কিন্তু 5G সিম ব্যবহারকারীরা পাবেন সম্পূর্ণ আনলিমিটেড 5G ডেটা! অর্থাৎ একই রিচার্জেও পরিষেবার ক্ষেত্রে রয়েছে বিশাল পার্থক্য।
প্ল্যানের মেয়াদ কতদিন?
এই অ্যাড-অন প্ল্যানটির বৈধতা নির্ভর করছে আপনার মূল রিচার্জ প্ল্যানের ওপর। অর্থাৎ আপনি যদি ৩০ দিনের ১.৫ জিবি ডেইলি প্ল্যান ব্যবহার করেন, তবে ৫১ টাকার এই প্ল্যানেও আপনি ৩০ দিন পর্যন্ত অফুরন্ত 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে কিছু শর্ত আছে! সেগুলি হলো—
- এই অফার শুধুমাত্র Jio 1.5GB Daily Plan-এর সঙ্গেই প্রযোজ্য।
- এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে কার্যকর থাকবে।
- শুধুমাত্র 5G সক্রিয় সিম-এর ক্ষেত্রেই আনলিমিটেড ডেটা প্রযোজ্য, 4G গ্রাহকরা পাবেন সীমিত সুবিধা।
তাহলে কারা লাভবান হবেন?
যারা ইতিমধ্যেই Jio-র 5G নেটওয়ার্কের আওতায় আছেন এবং একটি ১.৫ জিবি ডেইলি প্ল্যান ব্যবহার করছেন—তাদের জন্য এটি এক কথায় “গেম চেঞ্জার” হতে পারে। কারণ, মাত্র ৫১ টাকায় তারা পেয়ে যাবেন একটি মাসের জন্য অবিরাম ইন্টারনেট ব্যবহারের সুবিধা, তাও আবার হাই স্পিডে।
টেলিকম বাজারে প্রভাব
এই অফার Jio-র কৌশলী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে Airtel ও Vi-এর সঙ্গে প্রতিযোগিতায়। এই মুহূর্তে 5G পরিষেবার বিস্তার ও গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে এমন সাশ্রয়ী প্ল্যান বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।
উল্লেখ্য, কম খরচে বেশি সুবিধা—এটাই Jio-র মার্কেটিং অস্ত্র। তবে যে কোনও অফারের মতো এখানেও ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই’। তাই রিচার্জের আগে সব শর্ত ভালো করে জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।