ভারতের টেলিকম বাজারে ফের বাজিমাত রিলায়েন্স জিও-র। গেমারদের জন্য বিশেষ পাঁচটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে সংস্থাটি। এইসব প্ল্যানে ফ্রি-তে পাওয়া যাবে JioGames Cloud-এর সাবস্ক্রিপশন, যার মাধ্যমে ইউজাররা ডাউনলোড ছাড়াই স্মার্টফোন, পিসি ও Jio সেট টপ বক্সে প্রিমিয়াম গেম খেলতে পারবেন।
ক্লাউড গেমিংয়ে আরও আগ্রাসী হচ্ছে জিও
বর্তমানে ক্লাউড গেমিং ট্রেন্ডে রয়েছে, আর এই দিকেই আরও এক ধাপ এগোলো জিও। সংস্থার 5G ও ফাইবার পরিষেবা এখন অনেকটা বিস্তৃত। সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার গেমিং দুনিয়ায় নিজেদের উপস্থিতি জোরদার করাই লক্ষ্য জিও-র।
নতুন প্ল্যানে কী কী সুবিধা?
নতুন এই পাঁচটি প্ল্যানের দাম শুরু হচ্ছে মাত্র ৪৮ টাকা থেকে। নিচে প্রতিটি প্ল্যানের বিস্তারিত দেওয়া হলো—
🔹 ৪৮ টাকার প্ল্যান
ডেটা: 10MB
ভ্যালিডিটি: ৩ দিন
সুবিধা: JioGames Cloud ফ্রি সাবস্ক্রিপশন (৩ দিন পর্যন্ত)
টিপ: এটি একটি ডেটা ভাউচার, ব্যবহার করতে হলে বেস প্ল্যান থাকতে হবে
🔹 ৯৮ টাকার প্ল্যান
ডেটা: 10MB
ভ্যালিডিটি: ৭ দিন
সুবিধা: JioGames Cloud ফ্রি সাবস্ক্রিপশন (৭ দিন পর্যন্ত)
টিপ: এটিও ডেটা ভাউচার
🔹 ২৯৮ টাকার প্ল্যান
ডেটা: 3GB
ভ্যালিডিটি: ২৮ দিন
সুবিধা: ২৮ দিনের জন্য JioGames Cloud ফ্রি সাবস্ক্রিপশন
🔹 ৪৯৫ টাকার প্ল্যান
ডেটা: প্রতিদিন 1.5GB + অতিরিক্ত 5GB
ভ্যালিডিটি: ২৮ দিন
অন্যান্য সুবিধা:
- আনলিমিটেড কল,
- ১০০ SMS/দিন
- JioTV, JioCinema Mobile, FanCode
- ৫০GB Jio AICloud স্টোরেজ
- JioGames Cloud ও FanCode এর ২৮ দিনের সাবস্ক্রিপশন
🔹 ৫৪৫ টাকার প্ল্যান
ডেটা: প্রতিদিন 2GB + অতিরিক্ত 5GB
ভ্যালিডিটি: ২৮ দিন
অন্যান্য সুবিধা:
- আনলিমিটেড কল
- ১০০ SMS/দিন
- আনলিমিটেড 5G ডেটা
- JioTV, JioCinema, JioHotstar (৩ মাস)
- JioGames Cloud ও FanCode এর ২৮ দিনের সাবস্ক্রিপশন
যারা গেম ডাউনলোড না করে স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলার অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এই প্ল্যানগুলো দারুণ বিকল্প হতে পারে। বিশেষ করে যারা JioGames Cloud-এর সাবস্ক্রিপশন চেখে দেখতে চান, তারা কম খরচে একবার ট্রাই করে দেখতে পারেন।
উল্লেখ্য, সব প্ল্যানে ডেটা লিমিট শেষ হয়ে গেলে ৬৪Kbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।