TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

জিওর নতুন চাল! ৫টি দুর্দান্ত প্ল্যান নিয়ে এল সংস্থা

মাত্র ৪৮ টাকায় ফ্রি ক্লাউড গেমিং! রিলায়েন্স জিও লঞ্চ করল গেমারদের জন্য একাধিক নতুন প্রিপেইড প্ল্যান। দেখে নিন কোন প্ল্যানে কী সুবিধা মিলছে।

Debapriya Nandi Sarkar

ভারতের টেলিকম বাজারে ফের বাজিমাত রিলায়েন্স জিও-র। গেমারদের জন্য বিশেষ পাঁচটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে সংস্থাটি। এইসব প্ল্যানে ফ্রি-তে পাওয়া যাবে JioGames Cloud-এর সাবস্ক্রিপশন, যার মাধ্যমে ইউজাররা ডাউনলোড ছাড়াই স্মার্টফোন, পিসি ও Jio সেট টপ বক্সে প্রিমিয়াম গেম খেলতে পারবেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ক্লাউড গেমিংয়ে আরও আগ্রাসী হচ্ছে জিও

বর্তমানে ক্লাউড গেমিং ট্রেন্ডে রয়েছে, আর এই দিকেই আরও এক ধাপ এগোলো জিও। সংস্থার 5G ও ফাইবার পরিষেবা এখন অনেকটা বিস্তৃত। সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার গেমিং দুনিয়ায় নিজেদের উপস্থিতি জোরদার করাই লক্ষ্য জিও-র।

নতুন প্ল্যানে কী কী সুবিধা?

নতুন এই পাঁচটি প্ল্যানের দাম শুরু হচ্ছে মাত্র ৪৮ টাকা থেকে। নিচে প্রতিটি প্ল্যানের বিস্তারিত দেওয়া হলো—

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

🔹 ৪৮ টাকার প্ল্যান

ডেটা: 10MB

ভ্যালিডিটি: ৩ দিন

সুবিধা: JioGames Cloud ফ্রি সাবস্ক্রিপশন (৩ দিন পর্যন্ত)

টিপ: এটি একটি ডেটা ভাউচার, ব্যবহার করতে হলে বেস প্ল্যান থাকতে হবে

🔹 ৯৮ টাকার প্ল্যান

ডেটা: 10MB

ভ্যালিডিটি: ৭ দিন

সুবিধা: JioGames Cloud ফ্রি সাবস্ক্রিপশন (৭ দিন পর্যন্ত)

টিপ: এটিও ডেটা ভাউচার

🔹 ২৯৮ টাকার প্ল্যান

ডেটা: 3GB

ভ্যালিডিটি: ২৮ দিন

সুবিধা: ২৮ দিনের জন্য JioGames Cloud ফ্রি সাবস্ক্রিপশন

🔹 ৪৯৫ টাকার প্ল্যান

ডেটা: প্রতিদিন 1.5GB + অতিরিক্ত 5GB

ভ্যালিডিটি: ২৮ দিন

অন্যান্য সুবিধা:

  • আনলিমিটেড কল,
  • ১০০ SMS/দিন
  • JioTV, JioCinema Mobile, FanCode
  • ৫০GB Jio AICloud স্টোরেজ
  • JioGames Cloud ও FanCode এর ২৮ দিনের সাবস্ক্রিপশন

🔹 ৫৪৫ টাকার প্ল্যান

ডেটা: প্রতিদিন 2GB + অতিরিক্ত 5GB

ভ্যালিডিটি: ২৮ দিন

অন্যান্য সুবিধা:

  • আনলিমিটেড কল
  • ১০০ SMS/দিন
  • আনলিমিটেড 5G ডেটা
  • JioTV, JioCinema, JioHotstar (৩ মাস)
  • JioGames Cloud ও FanCode এর ২৮ দিনের সাবস্ক্রিপশন

যারা গেম ডাউনলোড না করে স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলার অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এই প্ল্যানগুলো দারুণ বিকল্প হতে পারে। বিশেষ করে যারা JioGames Cloud-এর সাবস্ক্রিপশন চেখে দেখতে চান, তারা কম খরচে একবার ট্রাই করে দেখতে পারেন।

উল্লেখ্য, সব প্ল্যানে ডেটা লিমিট শেষ হয়ে গেলে ৬৪Kbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।