Today’s Weather: জুন মাস পড়তেই পশ্চিমবঙ্গের আকাশে দেখা দিয়েছে অস্বস্তির ছায়া। একদিকে তীব্র তাপপ্রবাহে জেরবার দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা দিতে পারে।
কোথা থেকে আসছে ঘূর্ণাবর্ত?
আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বিহারে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে রাজ্যের দিকে প্রভাব ফেলছে। এর জেরে বুধবার (৪ জুন) থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমী শুষ্ক বায়ুর কারণে দক্ষিণবঙ্গে বাড়বে গরমের তীব্রতা।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, কোথায় থাকবে হলুদ সতর্কতা?
দক্ষিণবঙ্গে বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনাতেও থাকবে অস্বস্তিকর গরম। এই সাতটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতেও প্রবল গরমের পূর্বাভাস রয়েছে।
কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?
তাপপ্রবাহের মাঝে সাময়িক স্বস্তি আনতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জারি হয়েছে সতর্কতা।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে মালদহ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কী করবেন এই আবহাওয়ায়?
হঠাৎ গরম বা ঝড়ের মধ্যে বাইরে বেরোতে হলে সঙ্গে রাখুন ছাতা বা রেইনকোট। গরমের দিনে বারবার জল খান, রোদ এড়াতে হালকা পোশাক পরুন। ঝড়ের সময় গাড়ি বা বাইক নিয়ে না বেরোনোই ভালো।