Today’s Weather : আজ, বৃহস্পতিবার সারাদিন কলকাতা ও শহরতলির আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভোররাতে হালকা বৃষ্টি হয়েছে, যার প্রভাব সকালে এখনও টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় দিনভর আর্দ্রতা থাকবে অনেকটাই বেশি, যার ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি অব্যাহত থাকবে।
সকাল ৯টার পর থেকেই রোদের দেখা মিলতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের আকাশে জমে উঠতে পারে কালো মেঘ। বিশেষত, উত্তর ও মধ্য কলকাতায় বেলা ১২টার পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কতা—এই জেলাগুলিতে থাকুন সাবধানে
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ অস্থায়ী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর। এই সময়ের মধ্যে ঘন মেঘের সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এই সব অঞ্চলে বসবাসকারীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে।
গরমের দাপট এখনও বিদ্যমান, জেলায় জেলায় পারদ ৩৮ ডিগ্রি ছুঁইছুঁই
উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, ও রায়গঞ্জে তাপমাত্রা এখনও ৩৭-৩৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। হিউমিডিটি ইনডেক্স অনুযায়ী, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও অস্বস্তিকর গরম থাকবে। তবে সন্ধ্যার দিকে কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি নামতে পারে।
সকাল ১১টা থেকে ৩টার মধ্যে রাস্তায় বের হলে অবশ্যই ছাতা ও পানীয় জল সঙ্গে রাখতে বলা হচ্ছে। বাড়ির বয়স্ক ও শিশুদের যেন অপ্রয়োজনে বাইরে না বারোন—এই অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য দফতরও।
বর্ষার আগমনের ইঙ্গিত? মৌসুমি বায়ু ঢুকতে পারে আগামী সপ্তাহে
আবহাওয়াবিদদের মতে, এবার বর্ষা আসতে দেরি করছে না। কেরালা হয়ে বর্ষা ইতিমধ্যেই দক্ষিণ ভারতে ঢুকে পড়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে মৌসুমি বায়ুর প্রথম প্রভাব পড়তে পারে। অর্থাৎ, আজকের হালকা বৃষ্টিপাত হয়তো বর্ষার প্রথম পদচিহ্ন হিসেবেই ধরা যেতে পারে।
উল্লেখ্য, আজকের আবহাওয়া দক্ষিণবঙ্গে একদিকে যেমন ভ্যাপসা গরম দিচ্ছে অস্বস্তি, তেমনই কোথাও কোথাও বৃষ্টির ছোঁয়া আনবে সাময়িক স্বস্তি। উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা বেশি, তবে সেখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। যারা আজ বাইরে বের হবেন, তাঁদের জন্য ছাতা ও পানীয় জল বাধ্যতামূলক।