Kolkata : শহরের আকাশ আজ সকাল থেকেই ভারী মেঘে ঢাকা। দিনের শুরু থেকেই সূর্যের দেখা নেই বললেই চলে। তবে গরম কমেনি। বরং ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা মহানগরের। আকাশ দেখে যেমনটা বোঝা যাচ্ছে, তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিসও—আজ বিকেল নাগাদ নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, আজই বর্ষা ঢুকছে কি না।
তাপমাত্রা বাড়তি নয়, কিন্তু আর্দ্রতায় হাঁপিয়ে উঠছে শহর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির ঘরে। তবে বাস্তব সমস্যাটা তাপমাত্রা নয়, ঘাম ঝরানো আর্দ্রতা।
সকাল ৮টার সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৮৬ শতাংশ। দুপুর নাগাদ তা ৯০ শতাংশ ছুঁতে পারে বলেই আশঙ্কা। ফলে রোদ কম থাকলেও গরম লাগবে যথেষ্টই।
আজ বিকেলে হালকা বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি মৌসুমি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে আজ বিকেলের পর শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সন্ধে নাগাদ বৃষ্টির দফায় দফায় দেখা মিলতে পারে। তবে বড় কোনও বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।
বর্ষা ঢুকবে কবে? কৌতূহলে আবহাওয়া প্রেমীরা
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১০ থেকে ১২ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে এখন যা কিছু হচ্ছে, তা মূলত বর্ষার আগে ‘প্রি-মানসুন অ্যাকটিভিটি’। আবহাওয়ার বর্তমান চেহারাটাও সেই ইঙ্গিতই দিচ্ছে—বর্ষা খুব বেশি দূরে নেই।
সতর্কবার্তা
চিকিৎসকরা ইতিমধ্যেই সতর্ক করেছেন—এই সময়টা ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, স্কিন অ্যালার্জির ঝুঁকি বেশি। বাইরে বেরোলেই পানীয় জল এবং প্রয়োজনীয় সুরক্ষা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, আজকের মেঘলা আকাশ শুধু গরমই বাড়াচ্ছে না, মানুষের মনে প্রশ্নও ছড়াচ্ছে—আজই কি বর্ষা এসে গেল কলকাতায়? যদিও অফিসিয়ালি বর্ষা এখনও ঢোকেনি, তবে প্রকৃতির এই হালচাল বলে দিচ্ছে, আর বেশি দিন অপেক্ষা নয়।