TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Today’s Weather : আজকের আকাশ শান্ত নয়! শুক্রবার কি তাপপ্রবাহ না কি বৃষ্টি?

২০ জুন, শুক্রবারের আবহাওয়ার পূর্ণ পূর্বাভাস দেখে নিন। কোথায় নামবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, কোথায় তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি? সকালেই জানুন দিনের আবহাওয়ার খুঁটিনাটি।

Debapriya Nandi Sarkar

Today’s Weather : সপ্তাহের শেষে যখন শুক্রবার আসে, তখন অনেকের মধ্যেই থাকে একরাশ স্বস্তি—ছুটির অপেক্ষা আর বিশ্রামের স্বপ্ন। কিন্তু সেই স্বস্তির দিনে যদি প্রকৃতি চমক দেয়, তাহলে তো সমস্যাই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ২০ জুনের শুক্রবারে এমন কিছু জেলায় হঠাৎ বজ্রপাত আর কোথাও দাবদাহ দেখা দিতে পারে, যা জানলে আপনি আগে থেকেই প্রস্তুতি নিতে পারবেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কলকাতায় আবারও বৃষ্টি-রোদ্দুরের দোলাচল

আজ সকাল থেকে কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে দুপুরের পর বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস, এবং আর্দ্রতা ৮০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়াবে। শহরবাসীদের জন্য পরামর্শ—ছাতা রাখুন সঙ্গে, আর খুব জরুরি না হলে দুপুরে বাইরে না যাওয়াই ভালো।

উত্তরবঙ্গে আজ নামবে স্বস্তির বৃষ্টি

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ সকাল থেকেই মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। পর্যটকদের জন্য সুখবর হলেও পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা প্রয়োজন। মেঘলা আকাশ আর ঠান্ডা হাওয়া আজ ঘোরার মুড একদম তৈরি করে দিতে পারে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

দক্ষিণবঙ্গে কোথাও তাপপ্রবাহ, কোথাও আশার বৃষ্টি

পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় আজও তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রির ঘরে থাকবে। এই এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা: দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে খোলা মাঠে কাজ না করাই ভালো। হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদে বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সকাল ও দুপুরে গরম বেশ জোরালো থাকবে।

উপকূলের দিকেও চোখ রাখছে আবহাওয়া দফতর

দিঘা ও মন্দারমণির মতো উপকূলবর্তী এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ দেখা যেতে পারে। সমুদ্র তুলনামূলক বেশি উত্তাল থাকবে, ফলে মাছ ধরার নৌকা ও ছোট বোটগুলিকে তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য পরামর্শ, সৈকতের ধারে সময় কাটাতে গেলেও সমুদ্রের জলের খুব কাছে না যাওয়াই ভালো।

বিশেষ সতর্কতা: বজ্রবিদ্যুৎ থেকে সাবধান

আবহাওয়া দফতরের মতে, আজ বেশ কিছু জেলায় হঠাৎ বজ্রপাত ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যারা বাইকে বা খোলা জায়গায় বেশি সময় থাকেন, তারা সতর্ক থাকুন। মোবাইল ফোন বা ধাতব জিনিস ব্যবহার বৃষ্টি চলাকালীন এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

২০ জুনের শুক্রবার আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে বোঝাই যাচ্ছে—দিনটা হালকা ও আরামদায়ক থাকবে না সবার জন্য। একদিকে গরম, অন্যদিকে বজ্রপাত—এই দুইয়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের করণীয় শুধু সচেতন থাকা। আর তাই সকালেই জেনে নেওয়া দরকার, আকাশ কোন চালে হাঁটছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।