Today’s Weather : আজ ৬ জুন ২০২৫, শুক্রবার, সকালটা যেমন তুলনামূলক ভাবে শান্ত ও রোদ্দুরময়, তেমনই বিকেলের দিকে বাড়তে পারে অস্বস্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। একই সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের দিকে চোখ: গরম বাড়বে না বৃষ্টি?
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় আজ সকালে রোদের দাপট দেখা যাবে। দুপুর গড়াতেই বাড়বে আর্দ্রতা—‘হিউমিড হিট’-এর কারণে চরম অস্বস্তি তৈরি হতে পারে শহরবাসীর জন্য। তাপমাত্রা আজ কলকাতায় থাকতে পারে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
তবে বিকেলের পর থেকেই আকাশে জমতে শুরু করবে মেঘ। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত মিলেছে। যদিও তা স্বস্তির চেয়ে ‘হঠাৎ ঝড়ো হাওয়া’-র মতো পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের পাহাড়ে ভারী বৃষ্টির সতর্কতা
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার—এই পাঁচ জেলায় আজ বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির ফলে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। পর্যটকদের জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা।
তবে শিলিগুড়ির মতো মালভূমি অঞ্চলে বৃষ্টির হাতছানি থাকলেও দিনের বেশির ভাগ সময়টাই থাকবে আংশিক মেঘলা।
তাপমাত্রার ওঠানামা: কোথায় কত?
জেলা ভিত্তিক আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা-
- কলকাতা ৩৬°C ২৮°C
- শিলিগুড়ি ৩২°C ২৪°C
- বর্ধমান ৩৭°C ২৬°C
- দার্জিলিং ২৫°C ১৮°C
কোন জেলার জন্য সতর্কতা?
ঝড়-বৃষ্টি সম্ভাব্য এলাকা: মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া
বজ্রপাতের সতর্কতা: জলপাইগুড়ি, দার্জিলিং
চরম গরম ও হিটস্ট্রোকের ঝুঁকি: কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ
আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রপাত ও হঠাৎ ঝড়ের আশঙ্কা থাকায় যাঁরা খোলা জায়গায় কাজ করেন, তাঁদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্ষার প্রথম ছোঁয়া কবে?
দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সময় সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহ। চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে, তা যদি শক্তি সঞ্চয় করে ওড়িশা উপকূলের দিকে এগোয়, তবে ১০ থেকে ১২ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছাতে পারে বলে মত আবহাওয়াবিদদের। আজকের আবহাওয়ার ওঠানামা সেই পূর্বাভাসেরই ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, আজকের আবহাওয়া এক কথায়—চঞ্চল। সকালে সূর্য, বিকেলে মেঘ, আর সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু এলাকায় বিপদের ঝুঁকিও থেকে যাচ্ছে। তাই দিনের পরিকল্পনা করার আগে একবার নজর রাখুন আবহাওয়ার খবরে। আর বজ্রপাত হলে ঘরের ভিতরেই থাকুন—স্মার্টফোনে দামিনী অ্যাপ ইনস্টল করে নিতে পারেন আগাম সতর্কতার জন্য।