TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

উত্তাল সমুদ্রে নেমে বিপদ! পরিবারের চোখের সামনে তলিয়ে গেলেন যুবক, দৌড়ে এলেন নুলিয়ারা, তারপর….

নিম্নচাপ আর ভরা কোটালের জেরে উত্তাল দিঘা সমুদ্র। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক। নুলিয়ারা ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচালেন।

Debapriya Nandi Sarkar

নিম্নচাপ আর অমাবস্যার ভরা কোটালের জেরে বুধবার সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র। প্রশাসনের তরফে মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছিল পর্যটকদের, সমুদ্রে নামা একেবারেই নিষিদ্ধ। কিন্তু তবু পর্যটকদের ভিড় কমেনি, আর দুপুর হতেই অনেকে নেমে পড়েন জলে। ঠিক তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

পরিবারের চোখের সামনে তলিয়ে গেলেন অনুরূপ

সোনারপুর থেকে ঘুরতে আসা অনুরূপ শিকদার (২২) বুধবার দুপুরে পরিবারের সঙ্গে সিহকগোলা ঘাটে স্নান করতে নেমেছিলেন। সেই সময়েই সমুদ্রের অনেকটা গভীরে চলে যান তিনি। হঠাৎই এক চোরাস্রোত তাঁকে টেনে নিয়ে যায় সমুদ্রের বুকের গভীরে। আতঙ্কে ছুটোছুটি শুরু করে পরিবার।

প্রাণ বাঁচালেন দুই নুলিয়া

ঘটনাস্থলে কর্তব্যরত দুই নুলিয়া — মিলন দাস ও রতন দাস — বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন উত্তাল জলে। বহু কষ্টে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। তারপরেই দ্রুত নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন অনুরূপ।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

মত্ত অবস্থায়ও নামছিলেন অনেকে, ক্ষোভ প্রশাসনের

সূত্রের খবর, শুধুমাত্র অনুরূপ নন—দুপুরের দিকে বহু পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নামছিলেন, এমনকি অনেকে ছিলেন মত্ত অবস্থাতেও। প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘নিষেধাজ্ঞা অমান্য করলে এবার থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’’

উপকূলজুড়ে কড়া নজরদারি

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি হয়েছে আগেই। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর – সব জায়গাতেই শুরু হয়েছে প্রশাসনিক নজরদারি। মাইকিং করে ও নজরদারি জোরদার করে পর্যটকদের সচেতন করার চেষ্টা চলছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।