তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে মহিলাদের নিয়ে শুরু হয়েছে ‘দুয়ারে আঁচল’ কর্মসূচি। শনিবার, ১৮ মে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রামপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই বিশেষ কর্মসূচি।
উপস্থিত ছিলেন ব্লকের শীর্ষ নেতৃত্ব
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সৌমিত্র সিংহ রায়, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া ও অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। এই কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নেতাকর্মীরা
এই কর্মসূচি চলাকালীনই ঘটে বড়সড় রাজনৈতিক পালাবদল। বিজেপির বুথ সভাপতিসহ একাধিক কর্মী তৃণমূলে যোগ দেন। তৃণমূলের পতাকা তুলে দেন ব্লক সভাপতি সৌমিত্র সিংহ রায়। ব্লকের যুব সভাপতি অরূপ দাস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে যেভাবে রয়েছেন, তা দেখে বিরোধী শিবিরের কর্মীরা দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন।”
২৬-এর ভোটের আগে দাসপুরে বিজেপিতে চাপে তৃণমূলের ‘আঁচল’ সাফল্য
ব্লক সভাপতি জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই দাসপুরে বিজেপিতে বড়সড় ভাঙন শুরু হয়েছে। তৃণমূল শিবিরে এই পরিবর্তনকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
শহীদদের শ্রদ্ধা জানিয়ে তর্পণ মিছিল
দিনের শেষে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ তর্পণ মিছিল করে দাসপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মিছিলটি ছিল আবেগঘন ও অর্থবহ।