সম্প্রতি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তেজনা বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় হওয়া কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাঁর অধীনস্থ থানা এবং পুলিশ অফিসারদের বিশেষ সতর্ক করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কমিশনার জানিয়েছেন, শহরের যেকোনো কোণে পাকিস্তানের পতাকা তৈরি বা ছাপানোর মতো কোনো অবৈধ কর্মকাণ্ড চলছে কি না, তার ওপর বিশেষ নজর রাখতে হবে। কারণ, বর্তমান রাজনীতি ও দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে কেউ এই পতাকা ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
ওয়াকফ বিল ও বিক্ষোভ নিয়েও পুলিশকে হুঁশিয়ারি
মনোজ ভার্মা আরও বলেছেন, সম্প্রতি মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে উত্তেজনা দেখা দিয়েছিল, তার প্রভাব কলকাতাতেও পড়তে পারে। তাই এই ধরনের যে কোনো বিক্ষোভ বা সমাবেশ সম্পর্কে থানাগুলোকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। আগাম সোর্স থেকে তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের কর্মসূচি নিয়ে সতর্কতা
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের জেরে বিকাশ ভবন ও আশপাশের এলাকায় আগেও অস্থিরতা দেখা দিয়েছে। কমিশনার জানিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের সমাবেশ কলকাতাতেও হতে পারে। তখন পুলিশকর্মীদের সংযম ও ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে।
পুলিশ প্রশাসনের প্রস্তুতি জোরদার
সিপি মনোজ ভার্মার এই সতর্কবার্তা পুলিশের মধ্যে সতর্কতা বাড়িয়েছে। শহরে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য পুলিশ এখন থেকে আরও কঠোর নজরদারি করবে বলে জানানো হয়েছে।