Kolkata Metro : ১ জুন ২০২৫ থেকে কলকাতা মেট্রো চালু করেছে একটি নতুন নিয়ম—প্ল্যাটফর্মে হলুদ রেখা পেরোলেই যাত্রীকে দিতে হবে ২৫০ টাকা জরিমানা। কারণ, অতীতে ঘটেছে একাধিক দুর্ঘটনা, যা এড়াতে চাইছে কর্তৃপক্ষ। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো জানা গেল না, কতজন যাত্রীকে জরিমানা করা হয়েছে।
কর্তৃপক্ষের ‘না’ বলা উত্তর
সোমবার ‘আজতক বাংলা’-কে কলকাতা মেট্রোর এক জনসংযোগ আধিকারিক জানান, “নিয়ম চালু হয়েছে ঠিকই, কিন্তু কতজন যাত্রী জরিমানার মুখে পড়েছেন কিংবা মোট কত টাকা আদায় হয়েছে—এই মুহূর্তে আমাদের কাছে সেই তথ্য নেই।” এত বড় একটি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থায় এমন তথ্যের অভাব অনেকের মনে প্রশ্ন তুলেছে।
কেন জরিমানা? কেন এই হলুদ রেখা?
স্টেশনে ট্রেন ঢোকার সময় দেখা যায়, যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। আগে উঠতে মরিয়া হয়ে অনেকেই প্ল্যাটফর্মের ধারে হলুদ রেখা পেরিয়ে দাঁড়িয়ে পড়েন লাইনের একদম কিনারায়। এতে ট্রেনচাপা পড়ার আশঙ্কা বাড়ে। এই জন্যই ‘লক্ষ্মণরেখা’ টানা হয়েছে হলুদ রঙে। কিন্তু সচেতনতা কি বাড়ছে?
নজরদারি কোথায়? নিয়ম থাকলেও কার্যকারিতা নেই
যাত্রীদের একাংশ বলছেন, “শুধু নিয়ম করলেই হবে না। নজরদারির ব্যবস্থা করতে হবে।” বহু স্টেশনে দেখা যায়, আরপিএফ কর্মীদের উপস্থিতি নেই। কেউ থাকলেও অধিকাংশ সময় তারা মোবাইল ঘাঁটছেন। ফলে বাস্তবে যাত্রীদের নিয়ন্ত্রণ করার মতো নজরদারি কার্যত অনুপস্থিত। অনেক যাত্রী নিয়ম ভেঙে নির্বিঘ্নে হলুদ রেখা পেরিয়ে দাঁড়িয়ে থাকছেন।
সিসিটিভিতে ধরা পড়ছে নিয়ম ভাঙার ছবি
মেট্রো সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে—ট্রেন আসার আগেই অনেক যাত্রী নিরাপত্তা না মেনে হলুদ রেখার ওপারে দাঁড়িয়ে পড়ছেন। কেউ কেউ ব্যস্ত মোবাইলে, কেউ বা দরজার সামনে আগে দাঁড়ানোর লোভে। এই প্রবণতা থেকে বড় বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে।
প্রচেষ্টা কতটা সফল? উঠছে প্রশ্ন
নিয়ম চালু হয়েছে—এটা ঠিক। কিন্তু নিয়ম ভাঙা রুখতে যা যা প্রয়োজন ছিল, তা কি করা হয়েছে? যদি জরিমানার হিসেবই না থাকে, নজরদারি না থাকে, তাহলে এই প্রয়াস কতটা সফল হবে? বিশেষজ্ঞদের মতে, নিয়ম জারি করলেই চলবে না, কড়া প্রয়োগ না হলে মেট্রো প্ল্যাটফর্মের দুর্ঘটনার আশঙ্কা কখনই পুরোপুরি মিটবে না।
একটাই বার্তা—নিয়ম মানুন, নিরাপদ থাকুন
কলকাতা মেট্রো শহরের অন্যতম প্রাণভোমরা। লাখো মানুষ প্রতিদিন এই পরিষেবা ব্যবহার করেন। তাই নিজের এবং অন্যের সুরক্ষার স্বার্থে সকলকে নিয়ম মেনে চলতেই হবে। মেট্রো কর্তৃপক্ষেরও উচিত, নজরদারি বাড়িয়ে নিয়ম প্রয়োগ নিশ্চিত করা। না হলে ভবিষ্যতের কোনও ট্র্যাজেডি শুধু সময়ের অপেক্ষা।